হোম > আইন-আদালত

আবু সাঈদ হত্যা: জবানবন্দিতে যা উল্লেখ করলেন তদন্ত কর্মকর্তা

আবু সাঈদ হত্যা মামলা

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদকে পুলিশ গুলি করে হত্যার পর মরদেহের মিথ্যা ময়নাতদন্ত প্রতিবেদন দিতে ডাক্তারকে চাপ দেওয়া হয়েছে বলে জবানবন্দিতে উল্লেখ করেন মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিন।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ তৃতীয় দিনের জবানবন্দিতে এ কথা বলেন তিনি। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল–২–এ এই মামলার বিচার চলছে। এ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

জবানবন্দিতে রুহুল আমিন বলেন, রংপুর স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি সারোয়াত হোসেন চন্দন বিপ্লবের সময় ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেন এবং আবু সাঈদের মরদেহের মিথ্যা ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুতে কর্তব্যরত ডাক্তারকে চাপ দেন তিনি।

আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে ২৫তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন রুহুল আমিন। এদিন তিনি ৩০ আসামির বিরুদ্ধে আনিত ব্যক্তিগত দায় উপস্থাপন শেষ করেন।

এ মামলার ১৭তম আসামি হলেন বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম। তার ব্যক্তিগত বিষয়ে রুহুল বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা এবং তার ইন্ধন, উপস্থিত ও উসকানিতে পুলিশ আবু সাঈদকে গুলি করে হত্যা করে।

এছাড়া ২৪তম আসামি বেরোবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসানের ব্যক্তিগত দায়ে রুহুল আমিন বলেন, গত বছরের ১৬ জুলাই তার নেতৃত্বে আন্দোলনকারীরের ওপর হামলা করা হয় এবং তিনি নিজে আবু সাঈদের গলা চেপে ধরেন।

এ মামলায় ছয়জন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। আজ সকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বাকিরা পলাতক রয়েছেন।

আজ তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের সাক্ষ্য শেষ না হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ জানুয়ারি দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

ঠিকানায় গিয়েও খোঁজ মেলেনি কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার

৪ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় স্ত্রীসহ মেজর সাদেকুল ৫ দিনের রিমান্ডে

আবু সাঈদ হত্যা: তদন্ত কর্মকর্তার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ

চেম্বার জজ আদালতে আবেদন মাহমুদুর রহমান মান্নার

এমপিপুত্র রাজিবসহ ৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লেখায় আমার দেশ বন্ধ করতে ফেসবুকে মিথ্যাচার

আত্মসমর্পণ করে জামিন পেলেন এনসিপির আখতার

তারেক রহমানকে কটূক্তি : আটক সেই শিক্ষকের জামিন