হোম > আইন-আদালত

গোলাম নাফিজসহ ৩ জনকে হত্যায় ২২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই বিপ্লবে ফার্মগেটে হত্যাকাণ্ড

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবের সময় রাজধানীর ফার্মগেটে গোলাম নাফিজসহস ৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন ।

বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অভিযোগ দাখিল করা হয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এরপর অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এ মামলায় পরবর্তী শুনানির ২১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

শুনানি শেষে চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের বলেন, আপনারা দেখেছিলেন, জুলাই বিপ্লবের সময় একটি ছেলেকে গুলি করে হত্যার পর একজন রিকশাওয়ালা তাকে নিয়ে যাচ্ছেন এবং তার কপালে বাংলাদেশের পতাকা বাঁধা। এই ছেলেটির নাম ছিল গোলাম নাফিজ। ৪ আগস্ট ফার্মগেট এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় ২২ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। ট্রাইব্যুনাল তা আমলে নিয়েছেন এবং আসামিদের মধ্যে যারা পলাতক আছেন, তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আসামিদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট ফার্মগেট এলাকায় শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তদন্ত সংস্থার কাছে সাক্ষ্য দিয়েছেন। জবানবন্দিতে তারা স্বীকার করেছেন যে তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা তাদের চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করতে বাধ্য করেছিলেন।

অভিযোগে আরো বলা হয়, ৪ আগস্ট বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা মধ্যে ফার্মগেটের বাবুল টাওয়ার, আনন্দ সিনেমা হল এবং কারওয়ান বাজার মেট্রো স্টেশন এলাকায় এই হত্যাযজ্ঞ চালানো হয়। এতে গোলাম নাফিজ, তাহিদুল ইসলাম এবং রমিজ উদ্দিন আহমেদ (রূপ) নিহত হন।

এছাড়া মামলার একমাত্র গ্রেপ্তার আসামি শচীন মৌলিক শটগান দিয়ে রমিজ উদ্দিনের চোখে সরাসরি গুলি করেন, এর ফলে তার মৃত্যু হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই মামলার বাকি ২১ জন আসামি পলাতক রয়েছেন । আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

মুগ্ধসহ ৭ হত্যায় ২৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বিটিসিএলের ৩ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

হাদি হত্যা মামলা: সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

হাদি হত্যা: ডিবির অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দাখিল

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি

পাবনার দুটি আসনে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন: আপিল বিভাগ

জয়–পলকের অব্যাহতি চেয়ে আইনজীবীর শুনানি আজ

বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসানের আবেদন খারিজ

পিডব্লিউডির সাবেক উপসহকারী প্রকৌশলী জাহিদার ফ্ল্যাট জব্দ

আবু সাঈদ হত্যা মামলায় যুক্তি উপস্থাপন ২০ জানুয়ারি