থাকছেন ঋণখেলাপিই
শেষ মুহূর্তে ঋণখেলাপির তালিকা থেকে বের হওয়ার চেষ্টা করছেন কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। গতকাল বুধবার তিনি আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালতে আবেদন করেন। তবে শুনানির পর আদালত তাকে ঋণখেলাপি হিসেবেই বহাল রাখে।
চেম্বার বিচারপতি আদেশে মামলার রুলটি আগামী দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশনা দেন। এর ফলে আইন অনুযায়ী আসন্ন নির্বাচনে মঞ্জুরুল আহসান মুন্সীর অংশগ্রহণ এখনো অনিশ্চিত ।
আদালতের শুনানিতে গতকাল প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ইতোমধ্যে তার ঋণ পুনঃতফসিল করেছেন। ফলে মামলার রুলটি চূড়ান্তভাবে নিষ্পত্তি হলে আশা করছি তিনি ঋণখেলাপির তালিকা থেকে দ্রুত মুক্তি পাবেন ।
এর আগে গত ৮ জানুয়ারি হাইকোর্ট মঞ্জুরুল আহসান মুন্সীকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে পরে চেম্বার আদালতের বিচারপতি রেজাউল হক হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন। এরপর চেম্বার আদালতের ওই স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী।
কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।