হোম > আইন-আদালত

ক্যাসিনো সেলিম দুই দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

দেশবিরোধী প্রচারণায় ষড়যন্ত্রে অর্থযোগান, পরামর্শ ও নির্দেশ দেওয়ার অভিযোগে রাজধানীর গুলশান থানার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ক্যাসিনোকাণ্ডের হোতা সেলিম প্রধানের দুই দিনের রিমান্ড আদেশ দিয়েছে আদালত।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন তার সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামি নিষিদ্ধঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আসামি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সরকার ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে জড়িত সদস্যদের অর্থ যোগান দিয়ে থাকেন বলেন তথ্য পাওয়া গেছে।

এ সময় আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২২ অক্টোবর এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল সকাল ৭টায় গুলশান-১ এ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ছাত্রলীগের সাথে আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশবিরোধী স্লোগান দিতে থাকেন। এ সময় পাঁচকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পালিয়ে যায়। ওই ঘটনায় পুলিশ বাদী গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে গুলশানের বারিধারার নেক্সাস ক্যাফে প্লেস নামক একটি রেস্তোরাঁ থেকে সেলিম প্রধানসহ ৯ জনকে আটক করা হয়। পরে গুলশান থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই মামলায় তিনি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান।

ঢাকা ওয়াসার এমডি নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত

পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে আপিল

হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে

শেয়ারবাজার ও ঋণ জালিয়াতি: সালমান এফ রহমানসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘লাগাম টানতে’ যুবদল নেতার মামলা

ডিএমপির সাবেক কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে সাক্ষ্য

কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ বললেন ইনু

কুষ্টিয়ায় ৬ হত্যা: ইনু-হানিফসহ ৪ আসামির বিচার শুরু

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ষষ্ঠ দিনের আপিল শুনানি শুরু

হাসিনার পিয়নের বিরুদ্ধে ১শ’ কোটি টাকা পাচারের মামলা