হোম > আইন-আদালত

সুপ্রিমকোর্ট মিলনায়তনে ‘গাজায় হত্যাকাণ্ড’ নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার

রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রাইম সিভিল সোসাইটি আয়োজিত ‘গাজায় নরকীয় হত্যাকাণ্ড নির্বিকার মুসলিম বিশ্ব’ শীর্ষক আলোচনা সভা শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে আলোচনা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান উপস্থিত হয়েছেন।

আলোচনা সভায় আইনজীবী ও বিভিন্ন পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়েছেন সুপ্রিম কোর্ট মিলনায়নে। পর্যায়ক্রমে বক্তারা বক্তব্য রাখছেন।

সংগঠনটির চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন- খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, সাবেক বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদার, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ. এম মাহবুব উদ্দিন খোকন, বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান অ্যাড. জয়নুল আবেদীন, ইসলামি ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, অ্যাড. মোহাম্মদ রুহুল আমিন ভুঁইয়া, সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ, লে. কর্ণেল ফেরদৌস আজিজ, মোস্তফা কামাল মজুমদার, নাগরিক ফোরামের চেয়ারম্যান আব্দুল্লাহিল মাসুদ, অ্যাড. মনির হোসেন, মেহতাজ আহসান প্রমুখ।

প্রসঙ্গত, কয়েক দশক ধরে চলে আসা ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতে রক্তপাত শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। তখন থেকে ইসরায়েলকে সমরাস্ত্র সরবরাহ ও কূটনৈতিক সমর্থন দিয়ে আসার জন্য সমালোচিত হয়ে আসছে যুক্তরাষ্ট্র।

গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে হাজারের বেশি মানুষকে হত্যা এবং প্রায় ২৫০ জনকে জিম্মিকে করে গাজায় নিয়ে আসে। এরপর থেকে গাজায় নৃশংস হামলা চালিয়ে আসছে ইসরায়েল, যাতে ৪৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা।

এস আলমের জব্দকৃত সম্পদ তদারকিতে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ

থাইল্যান্ডে যাওয়ার অনুমতি পাননি আসিফ মাহমুদের সাবেক এপিএস

আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলার যুক্তিতর্ক শেষ, এখন রায়ের অপেক্ষা

শহীদ ওসমান হাদি হত্যা মামলা: প্রতিবেদন দাখিলে আরো সময় পেল সিআইডি

শেখ হাসিনার পিওন জাহাঙ্গীরের জমি জব্দের আদেশ

সাবেক গভর্নর আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চানখাঁরপুলে ৬ হত্যা মামলার রায় ২৬ জানুয়ারি

লে. কর্নেল রেদোয়ানুলসহ ৪ জনের বিচার শুরু আজ

ট্রাইব্যুনালে এলেন শহীদ আনাসের বাবা-মা

কুমিল্লা-২ আসনে হাইকোর্টের রায় স্থগিত, ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন