হোম > আইন-আদালত

আনিসুল হক ও আব্দুল্লাহ আল মামুন ফের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

স্বৈরশাসক শেখ হাসিনার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পৃথক মামলায় নতুন করে রিমান্ডে নেওয়া হয়েছে। এদিন রাজধানীর যাত্রাবাড়ী থানার জিহাদ হোসেন ও ওয়াসিম শেখ হত্যা মামলায় আনিসুল হকে ৩ দিন করে মোট ৬ দিন ও জিহাদ হোসেন হত্যা মামলায় আইজিপি মামুনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগেও তাদের কয়েকদফা রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াহাবের আদালত রিমান্ডের নেয়ার এ আদেশ দেন। এদিন আনিসুল ও মামুনকে আদালতে হাজির করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। এ সময় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। অপরদিকে রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে দুই মামলায় আনিসুল হকে ছয় দিন এবং এক মামলায় মামুনকে তিন দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ ও ১৯ জুলাই রাজধানীর যাত্রাবাড় এবং শনির আখড়া এলাকায় আন্দোলনে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের কর্মী ওয়াসিম শেখ ও জিহাদ হোসেন। পৃথক ঘটনায় আসামিদের ছোড়া গুলিতে তারা দুই জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে যাত্রাবাড়ী থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়।

হাদিকে হত্যাচেষ্টা মামলাঃ ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রী-শ্যালক-বান্ধবী ৫ দিনের রিমান্ডে

আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে

বিচারপতি আশফাকুলকে অপসারণে ব্যবস্থা নেয়ার আবেদন

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আজ আপিল করবে প্রসিকিউশন

হাদিকে গুলি: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করায় মামলা

হাদিকে গুলি: মোটরসাইকেলের মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি