হোম > আইন-আদালত

আনিসুল হক ও আব্দুল্লাহ আল মামুন ফের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

স্বৈরশাসক শেখ হাসিনার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পৃথক মামলায় নতুন করে রিমান্ডে নেওয়া হয়েছে। এদিন রাজধানীর যাত্রাবাড়ী থানার জিহাদ হোসেন ও ওয়াসিম শেখ হত্যা মামলায় আনিসুল হকে ৩ দিন করে মোট ৬ দিন ও জিহাদ হোসেন হত্যা মামলায় আইজিপি মামুনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগেও তাদের কয়েকদফা রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াহাবের আদালত রিমান্ডের নেয়ার এ আদেশ দেন। এদিন আনিসুল ও মামুনকে আদালতে হাজির করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। এ সময় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। অপরদিকে রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে দুই মামলায় আনিসুল হকে ছয় দিন এবং এক মামলায় মামুনকে তিন দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ ও ১৯ জুলাই রাজধানীর যাত্রাবাড় এবং শনির আখড়া এলাকায় আন্দোলনে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের কর্মী ওয়াসিম শেখ ও জিহাদ হোসেন। পৃথক ঘটনায় আসামিদের ছোড়া গুলিতে তারা দুই জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে যাত্রাবাড়ী থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়।

ভাণ্ডারিয়ার চেয়ারম্যান দম্পতির জ্ঞাত আয়বহির্ভূত অগাধ সম্পদ, দুদকের মামলা

সুপ্রিম কোর্টের এজলাসে নির্বিঘ্নে সাংবাদিকদের প্রবেশাধিকার চেয়ে চিঠি

ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ

আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা

কনস্টেবল সুজনসহ পাঁচজনের সর্বোচ্চ শাস্তি চেয়ে প্রসিকিশনের আপিল

হাসিনা-কামালসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নানক–তাপসসহ ২৪ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বিএনপির সরোয়ারের প্রার্থিতার আপিল শুনানি ১ ফেব্রুয়ারি