হোম > আইন-আদালত

খালেদা জিয়ার নাম ব্যবহার করে চাঁদাবাজির ৫ কোটি টাকা বাজেয়াপ্ত

স্টাফ রিপোর্টার

সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) দীর্ঘ তদন্ত শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জনকারী মোতাল্লেছ হোসেনের ৫ কোটি টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছে।

বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

সিআইডি জানায়, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই বাজেয়াপ্তির নির্দেশ দেন। পাশাপাশি, আদালত আসামীর বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

তদন্তে জানা গেছে, মোতাল্লেছ হোসেন দীর্ঘদিন ধরে নিজেকে খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও ব্যক্তি থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। তার নামে থাকা এম এল ট্রেডিং নামক প্রতিষ্ঠানটির বাস্তব কোনো কার্যক্রম ছিল না, এবং প্রতিষ্ঠানটি শুধুমাত্র কাগজে-কলমে প্রতিষ্ঠিত ছিল। পল্লবী থানায় দায়ের করা মানিলন্ডারিং মামলার আওতায়, মোতাল্লেছ হোসেনের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে প্রায় ২০ কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে, তিনি বিএনপি নেতাদের কাছে খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

এদিকে, সিআইডির তদন্তে উঠে আসে যে, মোতাল্লেছ হোসেন নিজেকে কখনও গার্মেন্টস মালিক, কখনও চা-বাগানের উদ্যোক্তা বা ঠিকাদারি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। এই মামলার তদন্ত চলমান রয়েছে এবং সিআইডি আসামির সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতার করতে কাজ করছে।

সেনা কর্মকর্তাদের পক্ষে না লড়ার যে কারণ জানালেন আইনজীবী সারোয়ার

রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহর ৩৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

দুদকের মামলায় ফারইস্ট ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল রিমান্ডে

শেখ হাসিনা সেনাবাহিনীকে উসকে দেয়ার চেষ্টা করেছেন: চিফ প্রসিকিউটর

১৫ সেনা কর্মকর্তার পক্ষে লড়বেন না ব্যারিস্টার সরোয়ার

বুয়েটের সেই শ্রীশান্তের জামিন নামঞ্জুর

হত্যার মামলায় অভিনেতা ইরেশ যাকেরকে অব্যাহতির সুপারিশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের তিন সহযোগী রিমান্ডে

হাসিনাসহ ৩ জনের রায়ের দিন ঘোষণা ১৩ নভেম্বর

হাসিনার সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল