হোম > আইন-আদালত

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

স্টাফ রিপোর্টার

সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও ২ আসনের ভোটের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার সকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহামান্য আদালত আমাদের বলেছেন, আমরা যেন পাবনা ১ ও ২ আসনে ভোটের কোনো কার্যক্রম না করি। সে জন্য এ দুই আসনে ভোটের কার্যক্রম আপাতত বন্ধ করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনেরও ঘোষণা রয়েছে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা, আর গণভোটের ব্যালট হবে গোলাপি।

মনোনয়নপত্র বাছাই শেষে এখন চলছে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল; যা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। এরপর আপিল নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে ২০ জানুয়ারি পর্যন্ত।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

জিয়াউলের বিরুদ্ধে যা বললেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম

পাবনা-১ ও ২ আসনে ভোটে বাধা নেই, ইসির সীমানা সংক্রান্ত আদেশ স্থগিত

প্রথম আলোতে হামলা: গ্রেপ্তার ৮ আসামি রিমান্ডে

হাসিনা, টিউলিপ ও আজমিনার বিরুদ্ধে যুক্তিতর্কের শুনানি ১৩ জানুয়ারি

ছাত্রলীগের দুই সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৮ জানুয়ারি

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আদেশ

জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন ইকবাল করিম ভূঁইয়া

জিয়াউলের আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ জানুয়ারি

জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু

বয়স ‘চুরি’ ও ভুয়া সনদ বিপিসি কর্মকর্তার, তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ