হোম > শিক্ষা

সাত কলেজ নিয়ে যে সিদ্ধান্ত-অগ্রগতি জানালো শিক্ষা মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার

সোমবার শিক্ষা ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন সাত কলেজের শিক্ষার্থীরা

রাজধানীর সরকারি সাত কলেজ তথা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির খসড়া অধ্যাদেশ পরিমার্জন করে চূড়ান্ত করা হচ্ছে। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে পরিমার্জিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় সভা করার পরিকল্পনা রয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটি প্রতিষ্ঠার উদ্যোগকে দেশের উচ্চ শিক্ষার মানোন্নয়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ও সুযোগ হিসেবে বিবেচনা করছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকসহ সব অংশীজনের ন্যায্য স্বার্থ রক্ষা এবং দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে ইতিবাচক একাডেমিক পরিবেশ প্রতিষ্ঠা করা এ বিভাগের প্রধান লক্ষ্য। ব্যক্তিগত ধারণা, অসম্পূর্ণ তথ্য বা গুজবের ভিত্তিতে বিভ্রান্তি বা পারস্পরিক দ্বন্দ্বের সৃষ্টি না করে সরকারি কর্মচারী হিসেবে শিক্ষকরা পেশাদারিত্ব বজায় রাখবেন এবং শিক্ষার্থীরা নিজের অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করবেন বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রত্যাশা করে।

শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষা জীবন এবং সামগ্রিক শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন ইউনিটে ৯ হাজার ৩৮৮ জন শিক্ষার্থীর ভর্তি চুড়ান্ত হয়েছে। আসন্ন শীতকালীন ছুটি শেষে ১ জানুয়ারি থেকে তাদের ক্লাস শুরু করা সম্ভব হবে বলে শিক্ষক প্রতিনিধিরা আশা করছেন।

সাংবাদিকতা-ওকালতি করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

বাড়ি ভাড়া বাড়িয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের সরকারি আদেশ জারি

দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে সাত কলেজের শিক্ষার্থীরা

ঢাবির অধ্যাপক এরশাদ হালিম বরখাস্ত

বৃত্তির রোডম্যাপ চায় ছাত্রদল, শিবিরের ৮ দিনের আল্টিমেটাম

নতুন এমপিও নীতিমালা: ৬০ দিন অনুপস্থিতে থাকবে না পদ

নতুন এমপিও নীতিমালা: কোন বিভাগ খুলতে লাগবে কত শিক্ষার্থী

বড় পরিবর্তন রেখে নতুন এমপিও নীতিমালা প্রকাশ

গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু বুধবার

অধ্যাদেশের এক দফা দাবিতে শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীরা