হোম > জাতীয়

নতুন এমপিও নীতিমালা জারি, শিক্ষকদের একাংশ ক্ষুব্ধ

স্টাফ রিপোর্টার

দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারীদের জন্য এমপিও নীতিমালা জারি করা হয়েছে। এ নীতিমালায় মাধ্যমিক পর্যায়ের ৫ বিষয়ের শিক্ষকরা বিএড ডিগ্রি ছাড়াই ১০ম গ্রেডে বেতন-ভাতা পাবেন। আর বাকি বিষয়ের শিক্ষকরা বিএড ছাড়া ১১তম গ্রেডে বেতন-ভাতা পাবেন। এটা নিয়ে ক্ষুব্ধ বাকি শিক্ষকরা। তারা বলছেন, এটা বৈষম্য, এর পরিবর্তন দরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত ৭ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এমপিও নীতিমালা প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

নীতিমালায় দেখা যায়, বিএড ডিগ্রি ছাড়াই হিন্দু ধর্মের শিক্ষক, কৃষি বিষয়ের শিক্ষক, শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক এবং গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের শিক্ষকরা সরাসরি ১০ম গ্রেড পাচ্ছেন। বাকি বিষয়ের শিক্ষকদের বিএড ডিগ্রি ছাড়া ১১তম গ্রেড।

শিক্ষকরা বলছেন, একই যোগ্যতা নিয়ে একই প্রতিষ্ঠানে যোগদান করে নীতিমালার কারণে আমরা কেউ ১১তম গ্রেডে বেতন-ভাতাদি পাবো; আবার ভিন্ন বিষয়ে কোনো কোনো শিক্ষক নিয়োগ পেয়ে ১০ম গ্রেডে বেতন-ভাতা পাবেন, এটা বৈষম্য।

যেমন কম্পিউটার সাইন্সে কোনো শিক্ষক স্নাতক ডিগ্রি নিয়ে যোগদান করলেও তিনি পাবেন ১০ম গ্রেডে বেতন-ভাতা, আবার কোনো শিক্ষক বাংলা বা ইংরেজিতে স্নাতক ডিগ্রি নিয়ে যোগদান করলে তিনি পাবেন ১১তম গ্রেডে বেতন-ভাতা। এছাড়াও সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধা প্রাপ্য হলেও তারা সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন না।

জকসু নির্বাচনে টাকার খেলায় মেতে উঠেছে বিভিন্ন প্যানেল

ঢাকা কলেজের সকল রুটে আজ থেকে বাস বন্ধ

ভাইকে তো পাব না, অন্তত বিচার যদি পাই: বিশ্বজিতের ভাই

৫০তম বিসিএস প্রিলির নম্বর বণ্টনে বড় পরিবর্তন

কর্মস্থলে উপস্থিতির প্রত্যয়ন ছাড়া বেতন–ভাতা তুলতে পারবেন না প্রাথমিকে কর্মরতরা

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা প্রকাশ

ভর্তি পরীক্ষা: জাবিতে আসনপ্রতি লড়বেন ১১৯ শিক্ষার্থী

বদলি আদেশ প্রত্যাহারের চেষ্টায় আন্দোলনকারী প্রাথমিকের শিক্ষকেরা

এমপিও বিষয়ে ৫৮ শিক্ষাপ্রতিষ্ঠানের শুনানি নেবে শিক্ষা মন্ত্রণালয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে শপথ পাঠের নির্দেশনা