হোম > রাজনীতি

আদর্শিক মতপার্থক্যের কারণে বাধা দিলে দেশ কখনোই উন্নত হবে না

পোস্টে রাশেদ খান

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সম্প্রতি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য ভবঘুরে ও অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ডাকসু প্রতিনিধিবৃন্দ ও প্রক্টরিয়াল টিমের সদস্যসহ সিটি কর্পোরেশন পুলিশ এবং মেট্রোরেল।

এর প্রতিবাদে শনিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে হকারদের। তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে মিছিলে যোগ দেয় বামপন্থি ছাত্র সংগঠনগুলো।

এ ঘটনার পরিপেক্ষিতে—শুধুমাত্র বিরোধী রাজনীতি ও আদর্শিক মতপার্থক্যের কারণে কারও ভালো কাজে কেউ বিরোধিতা করলে দেশ কখনোই উন্নত ও সমৃদ্ধ হবে না উল্লেখ করে প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে রাশেদ খান লেখেন—শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়; বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় হকারমুক্ত ও ফুটপাতের দোকানীমুক্ত করে নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা উচিত। হ্যাঁ, যারা হকার ও দোকানি হিসেবে ব্যবসা করতে চায়, তাদের জন্য একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া যায়।

তিনি বলেন—চীনে দেখে এসেছি, কোনো বিশ্ববিদ্যালয়ে এমন ভবঘুরে, যেখানে সেখানে দোকান ও আড্ডা নাই। পৃথিবীর উন্নত কোনো দেশের বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মতো নয়। গণঅভ্যুত্থানের পরে শিক্ষাব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানকে অবশ্যই আন্তর্জাতিক মানের করার পদক্ষেপ নিতে হবে। কোনো আবেগ ও মায়া দিয়ে শৃঙ্খল রাষ্ট্র গঠনে হস্তক্ষেপ করা উচিত নয়। বরং দেশের কাঙ্ক্ষিত পরিবর্তনে পারস্পরিক সহায়তা, সহযোগিতা কাম্য। শুধুমাত্র বিরোধী রাজনীতি ও আদর্শিক মতপার্থক্যের কারণে কারও ভাল কাজে কেউ বিরোধিতা করলে দেশ কখনোই উন্নত ও সমৃদ্ধ হবে না। আসুন, ভালো কাজে সবাইকে সমর্থন করি।

এর আগে হুঁশিয়ারি উচ্চারণ করে ফেসবুক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ বলেন, হয় ডাকসু থাকবে, নতুবা অবৈধ ব্যবসা-মাদক সিন্ডিকেট থাকবে; দুটো একসাথে চলতে দেব না।

ডাকসু জিএস আরো লেখেন—ক্যাম্পাসের স্টেকহোল্ডার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী। এর বাইরে কোনো মাদক ব্যবসায়ী, অনিবন্ধিত দোকানদার কিংবা হকারদের কোনো ইস্যুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয়। বহিরাগত উচ্ছেদে যাদের পুরোনো মাদক ও অবৈধ অর্থ লেনদেনের সিন্ডিকেট ভেঙে যাচ্ছে, তারা আজ নতুন বয়ান হাজির করার চেষ্টা করল এবং মিছিলেরও আয়োজন করল।

গ্লোবাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২৫ পেলেন রাবির সাবেক শিক্ষার্থী নাসিম

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বিল সাবমিটের নতুন লিংক

হয় ডাকসু থাকবে, নতুবা মাদক সিন্ডিকেট : জিএস ফরহাদ

ভয়াবহ মানবিক সংকটের চিত্র উঠে এলো খুবির গবেষণায়

হাসিনার দোসরদের যেখানেই পাওয়া যাবে ধরে থানায় দিতে হবে

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ইআবির অধীনে সারাদেশে ফাজিল পরীক্ষা শুরু

শিক্ষাব্যবস্থায় নৈতিক দিক অনুপস্থিত: ডাকসুর এজিএস মহিউদ্দিন

সাত কলেজে বন্ধ করে পরীক্ষামূলক কোর্স পরিচালনা ঠিক নয়

রাবি ক্যাম্পাসে বসেছে বিচারপতিদের মিলনমেলা