হোম > শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

প্রতি আসনে লড়বে ১৫৪

প্রতিনিধি, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু আজ শুক্রবার থেকে। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এবার আসনপ্রতি লড়বে ১৫৪ জন শিক্ষার্থী। বেলা ১১টায় কুমিল্লা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বুধবার সংবাদ সম্মেলন ও বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এবার ‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৩০০টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৬ হাজার ৩৩৬। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৫৪ জনের বেশি ভর্তিচ্ছু। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৯ হাজার ৮২১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ১৬ হাজার ৫১৫ জন পরীক্ষা দেবেন।

বেলা ১১টা থেকে ‍দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং ন্যূনতম পাশ নম্বর ৩৩ নির্ধারণ করা হয়েছে।

বুধবার কুবি প্রশাসন ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থীদের জন্য বিধিনিষেধ বিষয়ে ১৪টি নির্দেশনা দিয়েছে। এতে কেন্দ্রে শুধু পরীক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে। অভিভাবকদের কোনো অবস্থাতেই কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ, আগামী ৩১ জানুয়ারি ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় প্রতিবাদে চবিতে শিবিরের বিক্ষোভ

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় প্রতিবাদে রাবি শিবিরের বিক্ষোভ

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

শেরপুরে জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জবিতে বিক্ষোভ

খুনের 'বড় প্ল্যান' বাস্তবায়ন করতে দেওয়া হবে না: বিক্ষোভে ডাকসু নেতারা

শিক্ষকদের বেতন সুবিধা বাড়ল, জুলাই থেকে কার্যকর

এমপিওভুক্ত শিক্ষক: ৭ম নিয়োগ সুপারিশের ফল প্রকাশ

ডুজা সদস্যদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ পিআইবির

চবি সাংবাদিককে ‘পাহাড়ে নিয়ে মারার’ হুমকি ছাত্রদল নেতার

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর