হোম > শিক্ষা

তিন কেন্দ্রে এগিয়ে শিবিরের ভিপি, একটিতে ছাত্রদল

জকসু নির্বাচন

স্টাফ রিপোর্টার

ছাত্রশিবিরের ভিপিপ্রার্থী রিয়াজুল ইসলাম এবং ছাত্রদলের ভিপিপ্রার্থী একেএম রাকিব। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে চারটির ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে তিনটিতেই এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম। অন্যদিকে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব একটি কেন্দ্রে এগিয়ে আছেন।

বুধবার সকাল পৌনে ৮টার দিকে জকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে।

ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১০০ ভোট। অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৯১ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৯০ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৫ ভোট। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৯৮ ভোট আর ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজীল তানজিল ৮৫ ভোট পেয়েছেন।

নৃবিজ্ঞান বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১২৮ ভোট। অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ১১৮ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৩ ভোট। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ১০২ ভোট আর ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজীল তানজিল ১২৬ ভোট পেয়েছেন।

লোকপ্রশাসন বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১২২ ভোট, অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ১৩২ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৬২ ভোট। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ১৩০ ভোট আর ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজীল তানজিল ১০৬ ভোট পেয়েছেন।

ফার্মেসি বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ৭৮ ভোট, অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৫৩ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৩ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৬ ভোট। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৭৮ ভোট আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল তানজিল ৪৫ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে সমস্যার সমাধান শেষে দীর্ঘ বিরতির পর আবারও ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন।

এসআই

পরিবর্তিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ হলের নাম

‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

প্রাথমিক শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় সরকারের নতুন পদক্ষেপ

জকসুতে ইনকিলাব মঞ্চের দুই প্রার্থীর জয়

জকসুতে যে ৫ পদে হারল শিবির

‘নারায়ে তাকবির’ স্লোগান দেওয়া সেই শান্তা জকসুতে জয়ী

এমপিওভুক্তি নিয়ে বড় সুখবর

আমার দেশকে যা বললেন জকসুর নতুন জিএস

হাদিসহ যাদের বিজয় উৎসর্গ করলেন জকসুর ভিপি