বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘লিংকার্স ইন বরিশাল ইউনিভার্সিটি’ নামে একটি ফেসবুক পেজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাহবাজ মিয়া শোভনকে নিয়ে লাইভ সম্প্রচার করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
বুধবার রাত সাড়ে নয়টায় ‘সরাসরি শাহবাজ মিয়া শোভনের সাথে’ শিরোনামে এই লাইভটি প্রচারিত হয়। যা বর্তমান প্রেক্ষাপটে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের জন্ম দিয়েছে। এটিকে নিষিদ্ধ ছাত্রলীগকে নরমালাইজ করার প্রক্রিয়া বলে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।
লাইভ সম্প্রচারের মাত্র কয়েক ঘণ্টা আগে পেজটি থেকে নিষিদ্ধ ঘোষিত এই ছাত্রলীগ নেতাকে নিয়ে লাইভ করার ঘোষণা দেওয়া হয়। প্রচারিত ব্যানারে ‘আওয়ার বিগেস্ট গেস্ট এভার’ লিখে ‘ব্লাক স্টোরিজ’ শিরোনাম ব্যবহার করা হয়।
বর্তমানে দেশজুড়ে ও ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও, এই লাইভের মাধ্যমে সংগঠনটিকে পুনরায় আলোচনায় আনা এবং তাদের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।
সারাদেশে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) লকডাউন কর্মসূচির মাধ্যমে সৃষ্ট নৈরাজ্যের মধ্যে এ ধরনের কর্মকাণ্ড নতুন করে এই পেজের পরিচালকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে এই ছাত্রলীগ নেতা তার এলাকাবাসীকে ফেসবুকে একটি বার্তা দেন।
তিনি লেখেন, ‘আমার প্রিয় বরিশাল ৬ বাকেরগঞ্জের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচি পালন করার অনুরোধ রইল।’
আব্দুল কাদের জীবন নামে এক শিক্ষার্থী ফেসবুকে তীব্র নিন্দা জানিয়ে লিখেছেন, একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীকে লিংকার্স পেজ থেকে লাইভে আনার তীব্র নিন্দা জানাই। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীকে লাইভে নিয়ে আসার পেছনে কে বা কাহারা আছে? দেশ বিরোধী এমন অপরাধমূলক কাজের প্রতিবাদ জানাচ্ছি। জুলাইয়ের প্রথম স্বাধীন হওয়া ক্যাম্পাসের মান ধসিয়ে দেওয়া হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীকে লাইভে নিয়ে এসে।
ববি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব মো. ইফতেখার রহমান তিনি লিংকার্সের এই পদক্ষেপকে ‘ববির সকল বিপ্লবীদের অপমান’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, আজ লিংকার্স ফ্যাসিবাদী শক্তির রাঘববোয়াল শাহবাজ মিয়া শোভনের সাক্ষাৎকার নিল, যে ইনকিলাব মঞ্চের কমিটি প্রকাশের দিন ফেসবুক কমেন্টে ইনকিলাব মঞ্চের সদস্যদের হুমকি দিয়েছে... আজ লিংকার্স এই সাক্ষাৎকার নেয়ার মাধ্যমে ববির সকল বিপ্লবীদের অপমান করলো। এর নিন্দা জানাই। প্রশ্ন রাখতে চাই, লিংকার্স কার সাক্ষাৎকার নেয়? যে বিপ্লবের শক্তি ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দকে হুমকি দেয় তার?
পেজের অ্যাডমিন ও ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী মুক্তাদির রিজভী জানান, উনি ছাত্রলীগ ছিলেন কিংবা আওয়ামী লীগ ছিলেন। কিন্তু ওনিতো বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। আওয়ামী লীগের বাইরেওতো সে একজন শিক্ষার্থী। ওনাকে সাবেক শিক্ষার্থী হিসেবে আনা হইছে। সে অনুরোধ করছে তাই তাকে সুযোগ দেয়া হয়েছে। এর বাইরে কিছু না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল আমার দেশকে বলেন, বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে এ ধরনের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি করছে, সেহেতু বিষয়টি আমাদের নজরে আছে, বিষয়টি তদন্ত করে কি করা যায় আমরা দেখছি।
উল্লেখ্য, পেজটির মডারেটর ইমরান মুন্না ও সাব্বির মাহমুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত বেশ কয়েকটি ছবি ও তথ্য-প্রমাণ প্রতিবেদকের হাতে এসেছে। অভিযোগ রয়েছে, তারা নিষিদ্ধ ছাত্রলীগের অবস্থান জানান দিতে এবং ক্যাম্পাসে প্রভাব বজায় রাখতে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন। সম্প্রতি পেজটি থেকে এক লাইভ অনুষ্ঠানে বিতর্কিত ও নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতাকে আমন্ত্রণ জানানোয় ওই সন্দেহ আরো প্রকট হয়েছে।