হোম > শিক্ষা

ইবিতে হারিয়ে যাওয়া ঐতিহ্যের ছোঁয়া

প্রতিনিধি, ইবি

বাংলার হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী অলঙ্কার প্রদর্শনী। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় ফোকলোর স্টাডিজ বিভাগের উদ্যোগে রবীন্দ্র-নজরুল কলা ভবনের ৫ম তলার করিডোরে ‘বাংলার লোকজীবনে ব্যবহৃত লোক অলঙ্কার’ শীর্ষক এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর আয়োজন করে বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের সংগ্রহ থেকে বাংলার প্রাচীন যুগে নারীদের ব্যবহৃত অলঙ্কারসমূহ তুলে ধরেন। প্রদর্শিত অলঙ্কারগুলোর মধ্যে ছিল রূদ্রাক্ষ, কল্কা, রূপার নূপুর, নাকছাবি, ঘুঙরু, কাঠের চুড়ি, শঙ্খের হার, হাতির দাঁতের দুল, বাঁশের কেশবন্ধনী, পুতির মালা, ধান-তাবিজ, টিকলী, তুলসি মানা, মাটির চুড়ি, তিন ধাতুর চুড়ি, তামার পেটি এবং রত্নপাথরের আংটি ইত্যাদি।

বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জারিন তাসমীন পুষ্প জানান, আজকাল এসব অলঙ্কার আর ব্যবহার করা হয় না। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় ডিজাইনের বৈচিত্র্যে আধুনিক অলঙ্কারের প্রচলন থাকলেও বাংলার প্রাচীন অলঙ্কারগুলোর মধ্যে ছিল এক ধরনের সাংস্কৃতিক সৌন্দর্য ও বিশ্বাসের নিদর্শন। সেই সময়ের নারীরা অলঙ্কারকে শুধু সাজসজ্জার উপকরণ হিসেবে দেখতেন না বরং এগুলোর সাথে জড়িয়ে ছিল নানা লোকবিশ্বাস ও আচার। সেই বিষয়কে মাথায় রেখে আজকের এই আয়োজন।

ফোকলোর স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. এরশাদুল হক বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে বাংলার গ্রামীণ সমাজে প্রচলিত ঐতিহ্যবাহী অলংকারের নান্দনিকতা, ব্যবহারিক দিক এবং সাংস্কৃতিক তাৎপর্য শিক্ষার্থীরা তুলে ধরেছেন। এটি আমাদের লোকসংস্কৃতির জীবন্ত দলিল এবং শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক চিন্তা-চেতনার প্রতিফলন।

বিজয় দিবসের আগে প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যবই ছাপা শেষ

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার উদ্যোগ গ্রহণের আহ্বান শিক্ষা উপদেষ্টার

জানুয়ারিতে নতুন বই পাওয়া নিয়ে শঙ্কা

তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, পেয়েছেন ৯১.২৫

এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় এগিয়ে মেয়েরা

মেডিকেল-ডেন্টালের ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ইউজিসির শ্রদ্ধা

জুনিয়র বৃত্তি পরীক্ষায় কেন্দ্রসচিবদের প্রতি একগুচ্ছ নির্দেশনা