হোম > রাজনীতি

তারেক রহমানকে দেশে ফিরতে নিরুৎসাহিত করা হচ্ছে

দাবি যুক্তরাষ্ট্র বিএনপির

বিশেষ প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন দলটির যুক্তরাষ্ট্র শাখার নেতারা। স্থানীয় সময় রোববার নিউইয়র্ক স্টেট শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গিয়াস আহমেদ।

নেতারা বলেন, তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন অন্তর্বর্তী সরকার পরিকল্পনা করেছে। সরকার এখনো পর্যন্ত তার দেশে ফেরার নিরাপত্তা বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়নি। বরং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সরকারি এজেন্সি তাকে দেশে ফিরতে নিরুৎসাহিত করছে বলেও দাবি বিএনপি নেতাদের।

লিখিত বক্তব্যে বলা হয়েছে, বিএনপি জনগনকে সাথে নিয়ে বিশ্বের নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে অবিচল সংগ্রাম চালিয়েছে। লাখ লাখ মিথ্যা মামলা, জেল-জুলুম, 'আয়না ঘর' এবং 'ক্রসফায়ার'-এর মুখেও তারা মাথা নত করেননি।

বিএনপি নেতারা বলেন, সংবিধান সংশোধন সাধারণত সংসদে বিশেষজ্ঞ কমিটির আলোচনার মাধ্যমে হয়। কিন্তু রাজনৈতিক দলগুলোর অজান্তে এই অন্তর্বর্তী সরকারের গোপন পদক্ষেপ নির্বাচন প্রক্রিয়া বানচালের ইঙ্গিত দিচ্ছে। এটি প্রমাণ করে জামায়াত এ সরকারের সহযোগিতায় ভোটবিহীন ক্ষমতা দখলের চেষ্টা করছে।

তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন সে ধরনের ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার তারেক রহমানকে হত্যার জন্য একাধিকবার চক্রান্ত করেছে। ১/১১-এর অবৈধ সরকার অন্যায়ভাবে তাকে গ্রেপ্ততার করে নির্যাতন করেছিল। দুর্নীতির কোনো প্রমাণ না পেয়ে জোর করে তাকে দেশত্যাগে বাধ্য করা হয় এবং রাজনীতি না করার মিথ্যা প্রতিশ্রুতি আদায় করা হয়েছিল। বর্তমান আদালত ইতিমধ্যে প্রমাণ করেছে-হাসিনা সরকারের দেওয়া মামলাগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কিন্তু এখনো তিনি যাতে দেশে ফিরতে না পারেন সে ধরনের ষড়যন্ত্র হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন অলিউল্লাহ আতিকুর রহমান, সাঈদুর রহমান সাঈদ,গোলাম ফারুক শাহিন, জসিমউদ্দিন ওরফে ভিপি জসিম ও দেওয়ান কাউসার।

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় খোঁজ মিললো অসুস্থ প্রবাসীর

নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে বাংলাদেশিদের অংশগ্রহণ

বিশ্বের ‘সবচেয়ে প্রতিযোগিতামূলক’ দেশ সুইজারল্যান্ড

যুক্তরাজ্যে প্রথমবারের মতো ‘টমি মিয়া’স ঢালিউড নাইট

বাংলাদেশের বন্ধু মারিয়া কনসেইসাও’র গ্লোবালউইন অ্যাওয়ার্ড লাভ

পর্তুগালে চুরিতে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে নিহত শামীম

প্রবাসী বাংলাদেশিদের প্রশংসায় পঞ্চমুখ সিঙ্গাপুরের মন্ত্রী

অস্ট্রেলিয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

অস্ট্রেলিয়ায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বায়োমেট্রিক নিবন্ধন না করলে প্রবাসীদের ফেরত পাঠাবে মালদ্বীপ