১০৩ ডিগ্রি জ্বর নিয়ে শ্যুটিং করেছি
মাত্র চারদিন আগে মুক্ত হয়ে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে উঠে এসেছে নতুন প্রজন্মের অভিনেত্রী শায়লা সাথী অভিনীত ‘মাটির মেয়ে’ নাটকটি। এটি নির্মাণ করেছেন নির্মাতা আর্থিক সজীব। ২৫ জুন ইউটিউবে নাটকটি মুক্তির পর চার দিনে দেখা হয়েছে প্রায় সাড়ে ৩৭ লাখেরও বেশি! যেখানে মন্তব্য করেছেন ৪ হাজারের বেশি মানুষ।
একজন নারীর কষ্টের গল্প, যাকে বন্দি করা যায়, যার সরলতাকে ভাঙিয়ে নেওয়া যায়, যাকে অবহেলা করেও সমাজ মুখ ফিরিয়ে থাকে না—বরং চুপ করে থাকে। ঠিক এমনই এক কষ্টের চিত্র ধরা পড়েছে নাটকটিতে। আর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শায়লা সাথী।
অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে শায়লা সাথী বলেন, ‘১০৩ ডিগ্রি জ্বর ছিল, বাবাও তখন অসুস্থ। তবুও শুটিং করেছি, কারণ চরিত্রটার ভেতরে ঢুকে যাওয়ার একটা সুযোগ ছিল। আমি চেয়েছি, চোখের ভাষা আর হাঁটার ভঙ্গিতে যেন সেই কষ্টটা প্রকাশ পায়। দর্শক যদি একটু থেমে মেয়েটার যন্ত্রণা অনুভব করেন—তাহলেই সব পরিশ্রম সার্থক।”
দর্শকও যেন ঠিক তেমনটাই অনুভব করছেন। ইউটিউবে চ্যানেলে প্রচারের মাত্র দুই দিনের মাথায় নাটকটি দেখে ফেলেছেন প্রায় ৩০ লাখ মানুষ। মন্তব্যের ঘরে শুধুই প্রশংসা, হৃদয়ের ছোঁয়া, আবেগে ভাসা কথাগুলো।
নির্মাতা বলেন, “এটা একটা সিনেমাটিক গল্প। অফ-ট্র্যাকের কাজ করেছি, মনটাজের ব্যবহার করেছি বেশি। কষ্টের একটা ভিজ্যুয়াল রিদম তৈরি করতে চেয়েছি। আর শায়লা সাথী চরিত্রটিকে যেভাবে ফুটিয়ে তুলেছে, আমার বিশ্বাস, এই নাটক দর্শকদের মধ্যে অন্যরকম এক আবেগ ছড়িয়ে দেবে।”
শায়লা সাথীর সঙ্গে নাটকে আরও অভিনয় করেছেন ইফতেখার দিনার, তামিম, তুহিন চৌধুরী, সাবেরী আলম, সূচনা শিকদারসহ আরও অনেকে। তাঁদের অভিনয়েও মিশে গেছে মাটির গন্ধ আর যন্ত্রণার শব্দ।