গতকাল সোমবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বসে অ্যাকোর্ডিয়ানের সুরের আসর। আর সেখানেই নিজের পারফরম্যান্সের শৈল্পিকতায় দর্শকদের মুগ্ধ করেন অ্যাকোর্ডিয়ানের যাদুকর জ্যাকব স্টেইনকেলনার।
সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর এই সুরেলা সন্ধ্যা। পরিবেশনা শুরুর আগ পর্যন্ত ছিল দর্শক শ্রোতাদের অধীর অপেক্ষা।
অষ্ট্রিয়ান ফোক দিয়েই নিজের পরিবেশনা শুরু করে দর্শক শ্রোতাদের অপেক্ষার অবসান ঘটান এই শিল্পী। আর সাথে সাথেই মিলনায়তনজুড়ে নেমে আসে পিন পতন নীরবতা এবং পরিবেশনা শেষ না হতেই করতালিতে প্রকম্পিত হয়ে উঠে গোটা মিলনায়তন৷
১৯৯৫ সালে জন্ম নেওয়া ৩০ বছরের টগবগে এই সঙ্গীত প্রতিভার অঙ্গুলির ছোঁয়ায় অ্যাকোর্ডিয়ান থেকে শুধু সুরই বের হয় না যেন ভালোলাগার অনন্য সুধা ছড়িয়ে পড়ে৷ নিজের পারফরম্যান্সের শৈল্পিকতায় সেটাই দেখিয়ে দিলেন অষ্ট্রিয়ান সংগীতের এই যাদুকর।
ধারাবাহিক পরিবেশনায় শিল্পী একে একে হিপহপ ও ট্যাঙোর সুর তোলেন নিজের সাধনার অ্যাকোর্ডিয়ানে। সুরের প্রতিটি ধাপই শিল্পানুরাগিদের বিমোহিত করে।
এর আগে, সূচনা বক্তৃতা শেষে শিল্পীকে ফুলেল শুভেচছা প্রদান করেন একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন৷ ছয় বছর বয়সে তিনি আপার অস্ট্রিয়ান স্টেট মিউজিক স্কুলে অ্যাকর্ডিয়ন শেখা শুরু করেন। ১৪ বছর বয়সে অ্যান্টন ব্রুকনার প্রাইভেট ইউনিভার্সিটিতে ‘বেসিক আর্টিস্টিক স্টাডিজ’ কোর্সে ভর্তি হয়ে তার সঙ্গীতযাত্রা এগিয়ে নেন। ২০১৪ সালে লিন্জের অ্যাডালবার্ট স্টিফটার জিমনেসিয়াম থেকে সঙ্গীতে ডিগ্রি অর্জনের পর তিনি ডায়াকোনিওয়ের্ক গ্যালনিউকিরচেন ইনস্টিটিউট ফর মিউজিক থেরাপিতে কমিউনিটি সার্ভিস সম্পন্ন করেন, যেখানে তিনি অন্তর্ভুক্তিমূলক দল পরিচালনা ও প্রতিবন্ধী শিশুদের সঙ্গীত শিক্ষায় যুক্ত ছিলেন।
২০১৫ সাল থেকে তিনি অ্যান্টন ব্রুকনার প্রাইভেট ইউনিভার্সিটিতে অধ্যাপক আলফ্রেড মেলিচারের অধীনে ‘আইজিপি অ্যাকর্ডিয়ন’ ও ‘কনসার্ট অ্যাকর্ডিয়ন’ বিষয়ে পড়াশোনা করেন এবং ২০১৮ সালে সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন।
২০১৮ সাল থেকে জ্যাকব স্টেইনকেলনার উচ্চ ও নিম্ন অস্ট্রিয়ার বিভিন্ন সঙ্গীত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন এবং সঙ্গীতের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছেন।