হোম > বিনোদন

গৃহকর্মীর বিরুদ্ধে পরীমনির করা মামলা বাতিল

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

অনলাইনে মানহানির অভিযোগে গৃহকর্মী পিংকি আক্তারসহ ৫ জনের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমনির করা মামলাটি বাতিল করেছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।

বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া জানান, মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে গত ২১ মে অন্তর্বর্তীকালীন সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করেন। একইসঙ্গে নতুনভাবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে। পিংকি আক্তারসহ চার গণমাধ্যমের বিরুদ্ধে হওয়া সাইবার নিরাপত্তা আইনের ২৮ ও ৩১ ধারায় মামলা করা হয়েছিল। নতুন অধ্যাদেশে এই ধারার অভিযোগ না থাকায় আদালত মামলাটি বাতিলের আদেশ দেন।

এর আগে গত ২৩ এপ্রিল একই আদালতে বাদী হয়ে মামলার আবেদন করেছিলেন পারীমনি। ওইদিন আদালত তার জবানবন্দি রেকর্ড করে ৮ জুলাই এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় পিংকি আক্তার ছাড়াও ‘সকল খবরে’র স্বত্বাধিকারী মোরশেদ সুমন, প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট, নিউজ অ্যান্ড মিডিয়া ওয়েব সাইট পিপল নিউজ এবং অনলাইন নিউজ পোর্টাল ডিজিটাল খবরকে আসামি করা হয়।

মামলায় অভিযোগ করা হয়েছিল, আসামিরা বিভিন্ন মিথ্যা, মানহানিকর সংবাদ অপপ্রচার করে পরীমনিকে হেয় প্রতিপন্ন করে আসছেন। পিংকি আক্তার গত ৫ মে কাদের এজেন্সির মাধ্যমে পরীমনি বাচ্চা দেখাশোনার জন্য যোগদান করেন। ২৭ মার্চ ২০ হাজার টাকাও নেয় পিংকি আক্তার। ২ এপ্রিল পিংকি আক্তার পরীমনির বাসা থেকে চলে যায়। এরপর থেকে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা, বানোয়াট এবং অশ্লীল তথ্য প্রচার ও প্রকাশ করে আসছে। পিংকি আক্তারের উদ্দেশ্যমূলক দেয়া সাক্ষাৎকারের কারণে এবং অন্যান্য আসামিদের তা ফলাও করে প্রচার করার কারণে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং পরীমনি সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছেন।

এই বয়সেও অভিনয়ে অনবদ্য দিলারা জামান

নতুন বছরের শুরুতেই তন্ময় সোহেলের দশ নাটক

সিনেমাকে বিদায় জানালেন অনন্ত জলিল

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে ফুসফুস সংক্রান্ত পেশাগত রোগ নিয়ে শিল্প প্রদর্শনী

সম্পর্কের টানাপোড়েনের গল্পে ইরফান সাজ্জাদ-জিম

আবারো প্রেক্ষাগৃহে সালমান শাহ’র সিনেমা

খালেদা জিয়া-তারেক রহমানকে নিয়ে পুঁথি ও কিচ্ছা গেয়েছেন দিলরুবা খান

স্ত্রী-সন্তানের জানাজা বঞ্চিত করা অমানবিক: আশফাক নিপুণ

রাজনৈতিক বিরোধে ইয়াশ-নীহা

‘এই রাত তোমার আমার’-এ সোহেল মেহেদী, সঙ্গে লাবণ্য