হোম > বিনোদন

‘আমি শুটিং না করলে পুরো ইউনিট ফেঁসে যাবে’

মুহাম্মাদ আসাদুল্লাহ

সুনেরাহ বিনতে কামাল। ‘ন ডরাই’ তার প্রথম সিনেমা। প্রথম সিনেমাতেই অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি শুটিংয়ে আহত হয়েছেন এই অভিনেত্রী। পায়ে ব্যান্ডেজ নিয়েই করছেন শুটিং। সাম্প্রতিক কাজ নিয়ে কথা বলেছেন আমার দেশ-এর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মাদ আসাদুল্লাহ

কেমন আছেন?

ভালো নেই। ব্যথা নিয়ে (ব্যান্ডেজ লাগিয়ে) শুটিং করছি।

দুর্ঘটনাটা কীভাবে ঘটল?

শুটিং করছিলাম। দৌড়ের দৃশ্য ছিল। মজা করে দৌড়াচ্ছিলাম। সেটে লাইটের স্ট্যান্ড বা পাইপ ছিল, খেয়াল করিনি। ওটাতে লেগে পড়ে যাই। এত জোরে পড়েছিলাম, হাঁটুর মাংস থেঁতলে গেছে।

হাড়ের ক্ষতি তো হয়নি?

আমি ডাক্তার দেখানোর সময় পাইনি। রাতে ব্যথা পেয়েছি, আবার সকালে শুটিংয়ে আসছি। আপাতত ব্যান্ডেজ লাগিয়ে শুটিং করছি।

অসুস্থতা নিয়েও শুটিং করছেন?

তিন দিনের শিডিউল দেওয়া। আমি শুটিং না করলে পুরো ইউনিট ফেঁসে যাবে।

যে কাজ করতে গিয়ে আহত হলেন, কাজটা নিয়ে যদি বলতেন?

সাত দিনের প্রেম নামের একটা নাটকে কাজ করছি। এর নির্মাতা রাইসুল তমাল।

দাগি সিনেমায় আপনাকে বাকশক্তিহীন নারীর চরিত্রে দেখা গেছে। অভিজ্ঞতা কেমন ছিল?

দাগির অভিজ্ঞতা অনেক ভালো ছিল। প্রতিনিয়ত নতুন নতুন চরিত্রে কাজ করতে ভালো লাগে। সিনেমায় যেহেতু অনেক বড় আয়োজন থাকে, সিনেমায় চরিত্র ফুটিয়ে তোলার সুযোগ পাওয়া যায়। শিহাব শাহীন ও আফরান নিশো ভাইয়ের সঙ্গে এটাই ছিল প্রথম কাজ। ফলে দারুণ অভিজ্ঞতা ছিল। সিনেমাটা মুক্তির পর দর্শকদের রেসপন্স ভালো পেয়েছি। সব মিলিয়ে দারুণ।

সিনেমা না নাটক, কোথায় ফোকাস বেশি দিচ্ছেন?

কাজে ফোকাস বেশি দিচ্ছি।

আগামীতে কী কী কাজ আসবে?

নাটক, সিনেমা সবই আসবে। আসলে দর্শক এমনিতেই জানতে পারবে। যখন আসবে তখন জানাব।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাসরত বাচ্চাদের ওপর বিমান আছড়ে পড়ল। এ ঘটনা নিয়ে যদি কিছু বলতেন?

এটা আমাদের জন্য খুবই কষ্টের একটা ঘটনা। এত বড় দুর্ঘটনা দেখার পর তা নিয়ে বলার শক্তি আমার নেই। মানসিকভাবে আমরা কেউ ঠিক নেই। শিশুদের বাবা-মায়েদের কী যে কষ্ট হচ্ছে, আমি সেটা চিন্তাও করতে পারিনি। আমাদের দেশে এমন ঘটনা আর না ঘটুক।

বিজয়ের মাসে লিজা’র ‘আমরা সবাই বাংলাদেশ’

বিজয় দিবসে মৌ-এর ‘ডাক্তার বাড়ি’

হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি

মারিয়া, ইমতু ও শাওনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে

শিল্পকলায় দুইদিনব্যাপী বিজয় উৎসব

আবারো সিনেমায় মিম

বিক্রি হচ্ছে বিনোদন সংস্থা স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্স’, অনিশ্চয়তায় হলিউড

যাত্রী হয়ে 'বনলতা এক্সপ্রেস'-এ উঠলেন তারা

মুক্তপ্রাণ মানবিক কবি আবদুল হাই মাশরেকী ছিলেন ভূমিপুত্র

অনির্বাণে ইকবাল খন্দকারের অতিথি ফারুক আহমেদ