হোম > ফিচার > ক্যাম্পাস

আন্তর্জাতিক আদালতে সীমান্ত হত্যার বিচারের আহ্বান ডাকসুর

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ছবি: সংগৃহীত

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ধারাবাহিকতায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এ মামলা করার জন্য সরকারের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফ কর্তৃক দুই যুবককে পিটিয়ে হত্যা করে নদীতে নিক্ষেপের ঘটনার নিন্দা জানিয়ে ডাকসু বলছে- পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা এবং সরকারের দুর্বল অবস্থানের কারণেই সীমান্তে হত্যাকাণ্ড নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

বুধবার দেওয়া এক বিবৃতিতে ডাকসু জানায়, সীমান্ত হত্যা শুধু মানবাধিকার লঙ্ঘনই নয়, আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও সীমান্ত-আইন ভঙ্গের একটি গুরুতর অপরাধ। এসব ঘটনার বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতসহ বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের কূটনৈতিক ও আইনি তৎপরতা বাড়ানো এখন সময়ের দাবি। বিবৃতিতে স্বাক্ষর করেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ইব্রাহিম রিংকু (২৮) ও মমিন মিয়া (২৯) নামের দুই বাংলাদেশিকে আটক করে পিটিয়ে হত্যা করে হাত-পা বাঁধা অবস্থায় পদ্মা নদীতে ভাসিয়ে দেয়- এমন অভিযোগ উঠার পর ডাকসু গভীর ক্ষোভ প্রকাশ করে।

ডাকসু ভাষ্য, “স্বাধীনতার পর থেকে বাংলাদেশি নাগরিকদের একের পর এক হত্যার মধ্য দিয়ে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আসছে। ফেলানী বা স্বর্ণা দাসের মর্মান্তিক হত্যাকাণ্ড পুরো বিশ্বকে নাড়া দিলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আচরণে কোনো পরিবর্তন হয়নি।”

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ সরকারের নতজানু কূটনীতি ও বারবার ব্যর্থতা বিএসএফকে আরও বেপরোয়া করে তুলেছে। ভারত বহুবার সীমান্তে হত্যাকাণ্ড ‘শূন্যে নামিয়ে আনার’ প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার উল্টো চিত্রই দেখা গেছে।

বিবৃতির শেষাংশে ডাকসু জানায়, অব্যাহত হত্যাকাণ্ড বন্ধে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতসহ আন্তর্জাতিক ফোরামে মামলা করা ছাড়া বিকল্প নেই।

টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের অব্যাহত কর্মবিরতি

নির্ধারিত সময়ে ‎ব্রাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জালিয়াতি করে নিয়োগ, আওয়ামীপন্থি শিক্ষককে চাকরিচ্যুতির সুপারিশ

বিএমইউতে ‘এ আই: উদ্ভাবন এবং ভবিষ্যতের দিকনির্দেশনা’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জবিতে ভর্তি আবেদনের সময় ২ দিন বাড়ল

যথাসময়ে জকসু নির্বাচন না হলে প্রশাসনকে ক্যাম্পাস ছাড়তে হবে: ঐক্যবদ্ধ জবিয়ান

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

জকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ স্থগিত

২৮ ডিসেম্বর খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি থেকে পরীক্ষা শুরু

আবাসিক হলগুলোয় মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র, উদাসীন প্রশাসন