দেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত বড় পরিসরের বিতর্ক উৎসবে দেশসেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন উখিয়ার মাশরাফুল ইসলাম ফাহিম।
ডিবেট বাংলাদেশের উদ্যোগে এবং ডুয়েট ডিবেটিং সোসাইটির সহযোগিতায় গতকাল ১৪ ডিসেম্বর রাজধানীতে আয়োজিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফাহিমের হাতে ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার তুলে দেওয়া হয়।
ফাহিম অধ্যয়নরত সুইডিশ পলিটেকনিক ইনস্টিটিউটসহ প্রতিযোগিতায় ২২টি পলিটেকনিক ইনস্টিটিউট ও ১৬টি কলেজ অংশ নেয়। সব বিতার্কিককে পেছনে ফেলে ২৩৩ নম্বর পেয়ে সেরা বিতার্কিক নির্বাচিত হন উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী।
নিজের অর্জনে উচ্ছ্বসিত ফাহিম ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়ে সবার দোয়া চেয়েছেন।
ফাহিমের জন্ম উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। তাঁর বাবা উখিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ ফরহাদ, পেশায় একজন ব্যবসায়ী এবং মা আয়েশা সুলতানা গৃহিণী।