হোম > ফিচার > ক্যাম্পাস

হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি, জবি

‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্বজিৎ চত্বর হয়ে লক্ষ্মীবাজার মোড় ঘুরে আবার প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। ‎

এ সময় শিক্ষার্থীরা ‘আমি কে তুমি কে, হাদি হাদি; আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই; ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না; হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না; আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’ স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে জবি শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ ‘বাণী ভবন’ হলকে ‘শহীদ শরীফ ওসমান হাদি’ হল নাম করার প্রস্তাব দেন।

এর আগে, জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। রাজধানীর পুরানা পল্টন এলাকায় গত শুক্রবার (১২ ডিসেম্বর) চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে গুলি করে। গুলিটি হাদির মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বেরোবিতে ওসমান হাদির গায়েবানা জানাজার নামাজ আদায়

ওসমান হাদির মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি: ঢাবি সাদা দল

ওসমান হাদির নামে হল দাবি কুবি শিবির সেক্রেটারির

হাদির মৃত্যু দেশের গণতান্ত্রিক পরিসরে অপূরণীয় ক্ষতি: জাবি উপাচার্য

স্বৈরাচারী শক্তি বা তাদের সহযোগীদের কোনো সুযোগ দেওয়া যাবে না

ভারতীয় মদদে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে

ওসমান হাদির হত্যার প্রতিবাদে বাকৃবিতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

সভাপতি ইজাজ, সম্পাদক শুভ ও কোষাধ্যক্ষ আদনান

হাদির রুহের মাগফিরাত কামনায় জাবিতে দোয়া মাহফিল