পাকিস্তান বিরোধী স্লোগানে উত্তাল জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের মেইন গেটে পাকিস্তানের পতাকা অঙ্কনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে পাকিস্তানবিরোধী স্লোগানে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা ‘পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘সবার আগে বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এর আগে রাত একটার দিকে ক্যাম্পাসের মেইন গেটে পাকিস্তানের পতাকা অঙ্কনের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বাধা প্রদান করলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থল ত্যাগ করলে শিক্ষার্থীরা পুনরায় পতাকা অঙ্কন কার্যক্রম শুরু করে এবং তা সম্পন্ন করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ভিন্ন দেশের কোনো পতাকা অঙ্কন করতে হলে প্রশাসনের পূর্বানুমতি প্রয়োজন। কিন্তু কোনো ধরনের অনুমতি ছাড়াই মেইন গেটে পাকিস্তানের পতাকা অঙ্কন শুরু করা হলে প্রক্টরিয়াল টিম বাধা প্রদান করে। এরপরও তারা আমাদের নির্দেশনা উপেক্ষা করে পতাকা অঙ্কন সম্পন্ন করে।