হোম > ফিচার > স্বাস্থ্য

সোসাইটি অব ইনটেনসিভিস্ট বাংলাদেশের যাত্রা

স্টাফ রিপোর্টার

ক্রিটিক্যাল ম্যানেজমেন্ট চিকিৎসকদের গঠিত সোসাইটি অব ইনটেনসিভিস্ট বাংলাদেশের (এসআইবি) যাত্রা শুরু হয়েছে। এতে অধ্যাপক এ কে কামরুল হুদাকে সভাপতি এবং ডা. রায়হান রাব্বানীকে মহাসচিব করা হয়েছে।

গতকাল বুধবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত এক সভায় আগামী ২ বছরের জন্য সোসাইটির প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘোষণার আগর সেপসিস, অ্যান্টিবায়োটিক রেজিসট্যান্স, ইনফেকশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন চিকিৎসকেরা। বৈজ্ঞানিক অধিবেশনে আলোচনা করেন অধ্যাপক একে কামরুল হুদা, ডা. মো. তাহসিন সালাম, ডা. রায়হান রাব্বানী ও ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আকাশ।

অধ্যাপক ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. রিজওয়ানুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এনেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, ঢাকা মেডিকেল কলেজের অ্যানেসথেসিয়া বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসেন এবং বর্তমান বিভাগীয় প্রধান সুব্রত কুমার মণ্ডল।

সভায় সদস্যদের ভোটে সভাপতি ও মহাসচিব নির্বাচিত করা হয়। এ সময় ছয় সদস্যের উপদেষ্টা পরিষদ, দশ সদস্যের নির্বাহী কমিটি এবং দশ সদস্যের কার্যনির্বাহী সদস্য নিয়ে আংশিক কমিটি গঠন করা হয়। এই কমিটি দেশের আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, প্রশিক্ষণ, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আইসিইউ সেবার মানোন্নয়নে কাজ করবে বলে মত দেন সবাই।

দায়িত্ব নিয়ে এসআইবির সভাপতি অধ্যাপক কামরুল হুদা বলেন, আমাদের লক্ষ্য দেশের আইসিইউ সেবার উন্নয়ন নিশ্চিত করা, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি করা এবং সর্বোচ্চ মানসম্পন্ন নিবিড় পরিচর্যা সেবা নিশ্চিত করা। এই কমিটি একসঙ্গে কাজ করে আমাদের লক্ষ্য অর্জনে অগ্রসর হবে।

বিজয় দিবসে ডাকসুর বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

জাতীয় দিবসগুলো আমাদের ঐক্যকে দৃঢ় করে: ঢাবি উপাচার্য

গাকৃবিতে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি আয়োজন

চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি

জাতীয় পলিটেকনিক বিতর্ক উৎসবে উখিয়ার ফাহিম দেশসেরা

পাকিস্তানের পতাকা আঁকাকে কেন্দ্র করে রাতভর উত্তাল জবি ক্যাম্পাস

চবিতে যুবদল নেতার স্লোগান ‘শিবির ধর, জবাই কর’

শিক্ষার্থীদের অবরোধে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য-কোষাধ্যক্ষ

চবি উপ-উপাচার্যের বক্তব্য নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিল চবি প্রশাসন