হোম > ফিচার > স্বাস্থ্য

স্বল্পমূল্যে মানসম্মত ওষুধ নিশ্চিত করতে চায় বারডেম

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের অন্যতম শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান বারডেম জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো নিজস্ব তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় বহির্বিভাগ মেডিসিন ফার্মেসি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ এ উদ্যোগকে রোগীবান্ধব স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে। যেখানে স্বল্পমূল্যে মানসম্মত ওষুধ নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. মির্জা মাহবুবুল হাসান এ সেবার উদ্বোধন করেন। এসময় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।

বারডেম হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে চার হাজারেরও বেশি রোগী চিকিৎসাসেবা গ্রহণের জন্য হাসপাতালে আসেন। দীর্ঘদিন ধরে হাসপাতালের নিজস্ব ইনডোর বা আউটডোর ফার্মেসি না থাকায় রোগীদের বাইরে গিয়ে ঔষধ সংগ্রহ করতে হতো। এতে উচ্চমূল্যে ওষুধ কেনা, মানসম্মত ও নির্ভরযোগ্য ওষুধ না পাওয়াসহ নানা ভোগান্তির শিকার হতে হতো রোগী ও তাদের স্বজনদের।

এই প্রেক্ষাপটে হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় বহির্বিভাগ মেডিসিন ফার্মেসি চালু হওয়ায় রোগীদের জন্য স্বস্তির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

উদ্বোধনকালে হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. মির্জা মাহবুবুল হাসান বলেন, ‘বারডেম হাসপাতালে আগত রোগীদের যথাযথ, নিরাপদ ও স্বল্পমূল্যে ওষুধ প্রাপ্তি নিশ্চিত করতেই এই বহির্বিভাগ মেডিসিন ফার্মেসি চালু করা হয়েছে। এর ফলে রোগীরা হাসপাতাল চত্বরেই নির্ভরযোগ্য ও মানসম্মত ওষুধ সংগ্রহ করতে পারবেন। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ হাসপাতালের সেবার মান ও সুনাম আরও বৃদ্ধি করবে।’

অন্যান্য বক্তারা বলেন, নতুন এই ফার্মেসির মাধ্যমে রোগীরা সহজে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পারবেন এবং ফার্মেসি পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও মান নিয়ন্ত্রণ সর্বোচ্চ গুরুত্ব পাবে। তাদের মতে, এই উদ্যোগ শুধু রোগীদের ভোগান্তি কমাবে না, বরং দেশের স্বাস্থ্যসেবায় বারডেম হাসপাতালের বিশ্বাসযোগ্যতা ও নেতৃত্বের অবস্থান আরও সুদৃঢ় করবে।

জাতীয় পলিটেকনিক বিতর্ক উৎসবে উখিয়ার ফাহিম দেশসেরা

পাকিস্তানের পতাকা আঁকাকে কেন্দ্র করে রাতভর উত্তাল জবি ক্যাম্পাস

চবিতে যুবদল নেতার স্লোগান ‘শিবির ধর, জবাই কর’

শিক্ষার্থীদের অবরোধে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য-কোষাধ্যক্ষ

চবি উপ-উপাচার্যের বক্তব্য নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিল চবি প্রশাসন

ববি ছাত্রদলের বিরুদ্ধে বৈছাআ সমন্বয়কসহ দুই শিক্ষার্থীকে নির্যাতন ও হত্যার হুমকি

চবিতে ছাত্রদল-বাম ও শিবিরের পাল্টাপাল্টি অবস্থানে উত্তেজনা

বাংলাদেশ-চীন মৈত্রী হলের নকশা উপস্থাপন, শিগগিরই শুরু হবে কাজ

জকসু নির্বাচনে ভিপি-জিএসসহ প্রার্থিতা ফিরে পেলেন ৯ প্রার্থী

সিকৃবিতে সিলেট মুক্ত দিবস পালন