ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামের সেনানী শহীদ শরিফ ওসমান বিন হাদিকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে শুক্রবার কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
ডাকসুর ভিপি সাদিক কায়েম ফেসবুক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি ফেসবুকে লেখেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামের সেনানী শহীদ শরিফ ওসমান বিন হাদিকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে আজ (১৯ ডিসেম্বর, জুমাবার) ডাকসুর কর্মসূচি
বাদ জুমা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদের জন্য দোয়া ও মোনাজাত
বিকাল ৩টা: শাহবাগে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’
উল্লিখিত কর্মসূচিতে দেশের আপামর ছাত্রজনতাকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। ওসমান হাদীর রক্তের আমানত এই লড়াই—আমাদের তা জারি রাখতে হবে।