জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল আজ বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সময় নির্বাচনের চূড়ান্ত আচরণবিধিও প্রকাশ করা হবে।
মঙ্গলবার জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা তফসিল ও আচরণবিধি নিয়ে কাজ করছি। বুধবার জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তখন নির্বাচনের তারিখ জানানো যাবে। একই সঙ্গে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধিও প্রকাশ করা হবে।
এর আগে, গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে জকসু বিধিমালা পাস হয়। পরদিন পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন এবং ৩০ অক্টোবর রাতে নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর, গত রোববার নির্বাচনের আচরণবিধি ও সম্ভাব্য তারিখ নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়।