হোম > ফিচার > ক্যাম্পাস

বেরোবিতে ওসমান হাদির গায়েবানা জানাজার নামাজ আদায়

প্রতিনিধি, বেরোবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সম্প্রতি প্রয়াত ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা নামাজ আদায় করা হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী সহ শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে প্রয়াতের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া করা হয়।

ইনকিলাব মঞ্চের বেরোবি শাখার আহ্বায়ক মো. জাহিদ হাসান জয় বলেন, ২৪ এর বিপ্লবের একজন বিপ্লবী আধিপত্ববাদের বিরুদ্ধে কণ্ঠস্বর ছিলেন আমাদের সবার প্রিয় শরিফ ওসমান হাদি। হাদী ভাই এ বিশ্ববিদ্যালয় এসেছিলেন এবং তিনি কথা বলেছেন তার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে তাকে ক্ষমা করে দিবেন। তার যে রেখে যাওয়া কাজগুলো আধিপত্যবাদের বিরুদ্ধে চালিয়ে যাওয়া সংগ্রাম এখন আমাদের সবার সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই তার হত্যাকারীদের অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করা।

বেরোবি উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, ওসমান হাদি জুলাই বিপ্লবের অন্যতম নায়ক অকুতো ভয় সেনা যে আধিপত্যবাদ ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে যে সংগ্রাম করে গেছে। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অন্তবর্তী সরকারের কাছে দাবী জানাচ্ছি তার হত্যাকারীদের অতি দ্রুত আইনের কাটগড়া এনে বিচার করা হোক। বাংলাদেশের মানুষ এ হত্যার বিচার দেখতে চাই। আমরা বাংলাদেশের মানুষ এমন ঘটনা আর দেখতে চাই না জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা কখনো কল্পনা করিনি এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে।

ওসমান হাদির মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি: ঢাবি সাদা দল

ওসমান হাদির নামে হল দাবি কুবি শিবির সেক্রেটারির

হাদির মৃত্যু দেশের গণতান্ত্রিক পরিসরে অপূরণীয় ক্ষতি: জাবি উপাচার্য

স্বৈরাচারী শক্তি বা তাদের সহযোগীদের কোনো সুযোগ দেওয়া যাবে না

হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতীয় মদদে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে

ওসমান হাদির হত্যার প্রতিবাদে বাকৃবিতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

সভাপতি ইজাজ, সম্পাদক শুভ ও কোষাধ্যক্ষ আদনান

হাদির রুহের মাগফিরাত কামনায় জাবিতে দোয়া মাহফিল