হোম > ফিচার > ক্যাম্পাস

অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ১০ শিক্ষার্থী

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ১০ জন মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রদান করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। অনুষ্ঠানে প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার।

অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, এই পুরস্কার শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের আরও সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। তিনি প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা তার জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আজরা হুমায়রা, মুহাম্মদ মুযযাম্মিল হক, আবীর ফেরদৌস অয়ন, কৌরিত্র পোদ্দার তীর্থ, আসরিফা সুলতানা রিয়া, সুমাইয়া জাহান, আফরিনা সুলতানা, বাঁধন দেব, আফরিন জাহান ও আমার দেশের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার রাজিউজ্জামান লাবিবও এ পুরস্কারে ভূষিত হয়েছেন।।

উল্লেখ্য, প্রাক্তন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের কন্যা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক ড. সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার প্রদান করা হয়।

শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে তা’মীরুল মিল্লাতে ‘স্ট্যান্ড ফর হাদি’

বিএনপির ব্যানার খুলে ফেললেন রাকসু জিএস আম্মার

ছাত্রদলের শাকসু নির্বাচন বন্ধের দাবির প্রতিবাদে শাবিতে বিক্ষোভ

সময় বাড়ল শাকসু নির্বাচনি প্রচারের

শাকসু নির্বাচন: চলছে প্রার্থীদের শেষ দিনের প্রচারণা

শাকসুতে ছাত্রদলের বিদ্রোহী প্রার্থীর ১৪ দফা ইশতেহার

বেরোবিতে রাবির ভর্তি পরীক্ষায় ডিভাইসসহ এক পরীক্ষার্থী আটক

শাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর প্রচার

রাবি বিকল্প সাহিত্যের নেতৃত্বে সামসুল-ইমরান