হোম > ফিচার > ক্যাম্পাস

বাকৃবিতে স্পেশাল বাস সার্ভিস চালু

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য

প্রতিনিধি, বাকৃবি

আগামীকাল ৩ জানুয়ারি কৃষি গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসনের উদ্যোগে ‘স্পেশাল বাস সার্ভিস’ চালু করা হয়েছে।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার ভর্তি পরীক্ষার আগে ও পরে নির্ধারিত রুটে বাস চলাচল করবে।

পরীক্ষার আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর জন্য শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট তিনটি ট্রিপে বাস চলবে। দিঘারকান্দা বাইপাস মোড় ও কেওয়াটখালী বাইপাস থেকে বেলা ১১টা, দুপুর ১২টা ও দুপুর ১টায় বাসগুলো ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে।

পরীক্ষা শেষে বেলা সাড়ে ৩টায় বাসগুলো পুনরায় পরীক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে বাসগুলো ছেড়ে যাবে। পরীক্ষার্থীরা বাসযোগে দিঘারকান্দা বাইপাস ও কেওয়াটখালী বাইপাসে ফিরতে পারবেন। পরীক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতেই বিশেষ এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া তৃতীয়বারের মতো পরীক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ‘বাউ এক্সাম হল ফাইন্ডার’। পাশাপাশি ভর্তি পরীক্ষাসংক্রান্ত আসনবিন্যাসসহ প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে স্থাপন করা হয়েছে ‘কেন্দ্রীয় হেল্প ডেস্ক’। অ্যাডমিট কার্ড ভুলে যাওয়া বা অন্যান্য যান্ত্রিক সমস্যায় সহায়তা প্রদান করবে আইসিটি সেল পরিচালিত হেল্প ডেস্ক।

এসআই

চবির ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে চাকসু, ছাত্রদল ও ছাত্রশিবির

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী শনিবার

চবির ভর্তি পরীক্ষা শুরু ২ জানুয়ারি, আসনপ্রতি লড়বেন ৫৬ শিক্ষার্থী

ওসমান হাদি ও বেগম জিয়ার স্মরণে ঢাবি শিক্ষার্থীদের রোজা-মোনাজাত

শাকসু নির্বাচন নিয়ে যা জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন

রাবি শিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি মেহেদী

খালেদা জিয়ার মৃত্যুতে জবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৪ হাজার, সময় শেষ আজ

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে চাকসুর ৩ বাস