হোম > ফিচার > ক্যাম্পাস

গবেষণায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করাই আমাদের অগ্রাধিকার: জবি উপাচার্য

প্রতিনিধি, জবি

গবেষণার প্রতিটি ধাপে শিক্ষার্থীদের সম্পৃক্ত করাই এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অগ্রাধিকার বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। তিনি বলেন, “গবেষণার প্রতিটি ধাপে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা আমাদের লক্ষ্য। কারণ, একাডেমিক উৎকর্ষের মূল চালিকাশক্তি হলো গবেষণা।”

সোমবার (২৭ অক্টোবর) নানা আয়োজনে পালিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫। এবারের প্রতিপাদ্য ছিল—‘ঐক্যবদ্ধ জবিয়ান, স্বপ্ন জয়ে অটল প্রাণ’। বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজ্ঞান ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন উপাচার্য।

অধ্যাপক রেজাউল করিম বলেন, “২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তার সুফল আজ আমরা পাচ্ছি—জগন্নাথ এখন শিক্ষা ও গবেষণার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।”

তিনি আরো বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার সময় শিক্ষার্থী সংশ্লিষ্ট বাজেট ছিল অত্যন্ত সীমিত। বর্তমানে সেই বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শিক্ষা ও গবেষণায় মানোন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হচ্ছে।”

গবেষণার সুযোগ সম্প্রসারণের বিষয়ে উপাচার্য ঘোষণা দেন, “শিগগিরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’ আয়োজন করা হবে। এতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েই গবেষণায় অংশ নেওয়ার অনুপ্রেরণা পাবেন। শিক্ষকদের গবেষণায় শিক্ষার্থীদের সহকারী হিসেবে যুক্ত করা হচ্ছে, যাতে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে।”

এ ছাড়া উপাচার্য বলেন, “নিয়মিত ক্লাস মনিটরিং অব্যাহত থাকবে এবং ফলাফল প্রকাশে যেন অযথা বিলম্ব না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করছি; আশা করছি আগামী বছরের মধ্যে এর আংশিক সমাধান সম্ভব হবে।”

বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও মর্যাদা রক্ষায় আমাদের প্রতিটি পদক্ষেপ হবে আন্তরিকতার সঙ্গে। এই প্রয়াসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী—সবাইয়ের সম্মিলিত সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

এর আগে সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন উপাচার্য। এরপর র‍্যালি, চারুকলা ও আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচিতে মুখর থাকে পুরো ক্যাম্পাস।

মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল, অর্থ ফেরত দেয়ার নির্দেশ

এবার ঢাবির জহুরুল হক হলে ধূমপান-মাদক সেবন নিষিদ্ধ

অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন রাবির ৫ শিক্ষার্থী

জুডোর নবীনবরণ ও বিতর্ক কর্মশালা শুরু হচ্ছে আগামীকাল

জবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

দুই দশক পর জবিতে জকসু সংবিধি পাস

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউএনএফপিএর মধ্যে চুক্তি স্বাক্ষর

গাকৃবির সাথে সুপ্রীম সীড কোম্পানীর চুক্তিপত্র স্বাক্ষরিত

রাবি শিক্ষার্থীর মৃত্যু: বিচারের দাবিতে উপাচার্য বাসভবনের সামনে বিক্ষোভ

শ্লীলতাহানির শিকার জবি ছাত্রী, অভিযুক্ত পলাতক