ভূমিকম্প আতঙ্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও দীর্ঘদিনের আবাসন সংকট সমাধানে চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জবি শাখা। শনিবার মধ্যরাতে সংগঠনটির অফিসিয়াল পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব দাবি তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দুই দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব ভবন বিশেষজ্ঞদের মাধ্যমে পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত সংস্কার করতে হবে। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম অনলাইনে চালু রাখার আহ্বান জানায় সংগঠনটি।
দ্বিতীয় দাবিতে বলা হয়, এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন নির্মাণ কাজ শুরু করতে হবে, এবং ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে নির্মাণ সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করে, ‘আমরা চাই নতুন বছরেই আমাদের ভাইয়েরা নিজস্ব আবাসন পাক।’
তৃতীয় দাবিতে বলা হয়, আগামী ১৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের গড়িমসি বরদাশত করা হবে না বলেও জানানো হয়।
চতুর্থ দাবি হিসেবে ১৫ ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে।
জবি শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের কাছে মুখ্য বিষয়। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ভবনই ঝুঁকিপূর্ণ—এসব ভবন দ্রুত সংস্কার করতে হবে। পাশাপাশি প্রশাসনের কাছে আমাদের অন্যান্য দাবিগুলোও দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি।’
সংগঠনটি দাবি জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।