হোম > ফিচার > ক্যাম্পাস

খালেদা জিয়ার মৃত্যুতে জবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা

প্রতিনিধি, জবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। একই সঙ্গে তাঁর স্মরণে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে পূর্বনির্ধারিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জকসু ও হল সংসদ নির্বাচন–২০২৫ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত টানা তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

সরকারের পক্ষ থেকে সাধারণ ছুটি ঘোষণার প্রেক্ষিতে ৩১ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। তবে প্রশাসনিক দপ্তরগুলো যথারীতি খোলা থাকবে।

এ ছাড়া ২ জানুয়ারি শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হবে। পরবর্তীতে তাঁর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে একটি বৃহৎ আলোচনা সভার আয়োজন করার কথাও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৪ হাজার, সময় শেষ আজ

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে চাকসুর ৩ বাস

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের দোয়া

শিক্ষক হেনস্তার বিচার চেয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ডাকসুর বাস সার্ভিস

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইবির নিয়োগ বোর্ড স্থগিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চবির সকল ক্লাস স্থগিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে ক্লাস–পরীক্ষা স্থগিত