চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টা ১৫ মিনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টা ১৫ মিনিটে।
এ পরীক্ষায় আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় কাজ করেছেন চাকসু, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রী সংস্থা, ছাত্র মজলিসসহ নানা জেলা ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
এ বছরের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও তিনটি উপ-ইউনিটে মোট ৪ হাজার ১৬৫টি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন ২ লাখ ৩৩ হাজার ৩২৭ শিক্ষার্থী। অর্থাৎ, এক আসনের বিপরীতে লড়ছেন ৫৬ জন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে চাকসু ৬য়টি তথ্যকেন্দ্র ও ছয়টি অভিভাবক প্যাভিলিয়ন স্থাপন করেছে। পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবার জন্য দুটি মেডিকেল বুথ স্থাপন করেছে।
এ ছাড়া ভর্তি পরীক্ষা উপলক্ষে খাবারের দোকান ও যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বা অনিয়ম রোধে তিনটি টহল টিম গঠন করেছে চাকসু। কোনো অনিয়ম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে জানাতে নির্ধারিত নম্বরও প্রকাশ করা হয়েছে।
চাকসুর পাশাপাশি ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছেন। শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট ও ব্যবসায় অনুষদের পাশে তথ্যকেন্দ্র বসিয়েছে শাখা ছাত্রদল। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য, কলম ও পানির বোতল সরবরাহ করছেন তারা।
শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তথ্যকেন্দ্র ও চাকসু ভবনের সামনে একটি অভিভাবক প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এখানে সকালের নাশতা, পানির বোতল ও প্রাথমিক চিকিৎসাসেবা দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘আমরা চাকসুর পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা দিতে সব কার্যক্রম করেছি। এ বছর ছাত্র সংসদ থাকার কারণে অন্যান্য বছরের চেয়ে এ বছর শিক্ষার্থীরা ভালো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করি।’
শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, কিছুদিন হলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আমরা এখনো শোকাহত। তার পরও আমাদের বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের সহায়তায় আমরা কাজ করছি। জিরো পয়েন্ট ও বিবিএ অনুষদে আমাদের প্রায় ২০০ স্বেচ্ছাসেবক কাজ করছে।
আমরা এ বছরও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সেবায় নিয়োজিত রয়েছি উল্লেখ করে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, এ বছর ঢাবির ভর্তি পরীক্ষায়ও শিক্ষার্থীদের সহায়তা করা হয়েছে। আজ চবির এ ইউনিটের ভর্তি পরীক্ষায় আমরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে ইনফরমেশন বুথ ও একটি অভিভাবক প্যাভিলিয়ন স্থাপন করেছি। আমাদের প্রায় ২০০ স্বেচ্ছাসেবক কাজ করছে।
এসআই