হোম > ফিচার > ক্যাম্পাস

ঢাবিতে দুই হাজার ৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অবকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে দুই হাজার ৮৪১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন বৃহৎ উন্নয়ন প্রকল্প কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিশ্ব ও পরিবেশ বিজ্ঞান অনুষদ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের জন্য ২১ তলাবিশিষ্ট একাডেমিক ভবন, তৃতীয় শ্রেণির কর্মচারীদের আবাসিক ভবন, ১৫ তলা আইটি হাব ভবন, ছাত্রদের চারটি ও ছাত্রীদের পাঁচটি মোট ৯টি আবাসিক হল, ছয়টি একাডেমিক ভবন নির্মাণ এবং কেন্দ্রীয় মসজিদ, ডাকসু ভবন, মেডিকেল সেন্টার ও প্রশাসনিক ভবন সংস্কার।

এছাড়া খেলার মাঠ উন্নয়ন ও জিমনেশিয়াম নির্মাণ, জলাধার সংস্কার ও সৌন্দর্যবর্ধন, রোড নেটওয়ার্ক উন্নয়ন ও পাবলিক টয়লেট নির্মাণ প্রকল্পও এর অন্তর্ভুক্ত।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ২০২৪ সালের আগস্টের পর প্রশাসনিক অচলাবস্থা কাটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে গতি ফিরেছে। দায়িত্ব গ্রহণের পর উন্নয়ন, অবকাঠামো, শিক্ষার্থী কল্যাণ এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে প্রশাসন একের পর এক উদ্যোগ গ্রহণ করেছে।

এর অংশ হিসেবে প্রায় দুই হাজার ৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, দীর্ঘদিন পর ডাকসু কার্যক্রম সচল করা, একাডেমিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠাসহ মোট ৪১টি উল্লেখযোগ্য কার্যক্রম সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম তুলে ধরা হচ্ছে। জনসংযোগ অফিস থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত ই-মেইলের মাধ্যমে হালনাগাদ তথ্য জানানো হচ্ছে, যা প্রশাসন ও অংশীজনদের মধ্যে পারস্পরিক আস্থা তৈরিতে সহায়ক হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, ডাকসু ও হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।

ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমার বিরুদ্ধে আইনি নোটিশ

‘হ্যাঁ’ ভোটেই রাষ্ট্রে জবাবদিহিতা আসবে: বাকৃবি উপাচার্য

রাবিতে বসেছে পাখিমেলা, প্রাণহীন দেহে প্রাণের উপস্থিতি

কুবি ভর্তিচ্ছুদের সহায়তায় ছাত্রদল-ছাত্রশিবিরের তথ্যসেবা

জবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ১৯ এপ্রিল

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ক্যাম্পেইন কুবি শাখা ছাত্রশিবিরের

শেরপুরে জামায়াত নেতাকে হত্যা, বিএনপিকে লাল কার্ড দেখালেন রাবির শিক্ষার্থীরা

‘বিএনপি ক্ষমতার মোহে অন্ধ হয়ে ত্রাসের রাজত্ব কায়েম করছে’

নিয়োগ আটকাতে বিভাগীয় সভাপতিকে অপহরণের অভিযোগ, উত্তপ্ত ইবি

চার মাসের কাজের ফিরিস্তি প্রকাশ করল জাকসু