হোম > ফিচার > ক্যাম্পাস

‘সমাজকল্যাণের’ জয়ে শিক্ষার্থীদের জোড়া খাসি উপহার ছাত্রদল নেতার

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ক্রিকেট দল। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনালে উত্তীর্ণ হয় দলটি।

শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সাড়ে ৯টায় এ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে খেলাটি উপভোগ করেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। ‘সমাজকল্যাণের’ এই জয়ের আনন্দ উপভোগ করতে উপস্থিত শিক্ষার্থীদের দাবির মুখে দুটো খাসি উপহার দেন ছাত্রদলের এ কেন্দ্রীয় নেতা।

এ বিষয়ে তারিক বলেন, ‘সমাজকল্যাণের সাবেক শিক্ষার্থী হিসেবে বর্তমান শিক্ষার্থীদের আমন্ত্রণে আজকের আন্তঃবিভাগ খেলাটি উপভোগ করতে এসেছিলাম। মাদকমুক্ত সমাজ বিনির্মাণ এবং শরীর-মন ভালো রাখতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যখনই সময়-সুযোগ হয় তখন নিজেও খেলি, অন্যদের খেলা উপভোগ করি এবং খেলতে উৎসাহিত করি।’

ইনস্টিটিউটের শিক্ষার্থী ও খেলোয়াড় তপন কুমার সরকার বলেন, ‘তারিক ভাইকে সব ধরনের কর্মসূচিতে বিগত সময়েও আমরা পাশে পেয়েছি। ভাই অসম্ভব এক ক্রীড়াপ্রেমী মানুষ। যেকোনো প্রয়োজনে আমরা তাকে পাশে পাই। এই জোড়া খাসি প্রাপ্তি তারই অংশ।’

ঢাবিতে রোববার সকল ক্লাস–পরীক্ষা স্থগিত

কুবিতে নিয়োগ বন্ধ রাখতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি বিএনপি নেতার

মানারাতে শাহ আব্দুল হান্নান মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা

ইবির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে রেললাইন অবরোধ

শিক্ষার্থীদের চিকিৎসা ও নিরাপদ আবাসন নিশ্চিতের আহ্বান ঢাবি সাদা দলের

জুলাইযোদ্ধা অনিক লড়ছেন মুক্তিযুদ্ধ সম্পাদক পদে

তরুণরাই দেশের ভবিষ্যৎ: চাকসুর সেমিনারে শিশির মনির

বাঙালি সংস্কৃতির নামে চাপিয়ে দেওয়া হয়েছিল কলকাতার সংস্কৃতি

বড় ট্র্যাজেডির অপেক্ষায় ঢাবি?