হোম > ফিচার > ক্যাম্পাস

কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের গণঅনশন

প্রতিনিধি, জবি

কাকরাইল মোড়ে গণঅনশন কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় চার দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচির শুরু হয়। এর আগে বিকেল তিনটায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক সমাবেশে এ কর্মসূচির ঘোষণা আসে।

জবি ঐক্যের পক্ষ থেকে বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন বলেন, আমাদের আন্দোলন এমন জায়গায় এসে পৌঁছেছে যে আর পেছনে ফেরার সুযোগ নেই। আমরা বিজয় না নিয়ে ফিরে যাব না।’

জুমার নামাজের পর তৃতীয় দিনের মতো শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিতে যোগ দেয়। দুপুর ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক-শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে জড়ো হয়। এসময় শিক্ষার্থীরা সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের এত সমস্যা কেন?’

তারা অভিযোগ করেন, এই আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী এমনকি সাংবাদিকরাও আহত হয়েছে।

সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী আজকের গণঅনশন কর্মসূচিতে অংশ নেন। কাকরাইল মসজিদ মোড় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে।

তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

এমএস

গাকৃবিতে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি আয়োজন

চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি

জাতীয় পলিটেকনিক বিতর্ক উৎসবে উখিয়ার ফাহিম দেশসেরা

পাকিস্তানের পতাকা আঁকাকে কেন্দ্র করে রাতভর উত্তাল জবি ক্যাম্পাস

চবিতে যুবদল নেতার স্লোগান ‘শিবির ধর, জবাই কর’

শিক্ষার্থীদের অবরোধে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য-কোষাধ্যক্ষ

চবি উপ-উপাচার্যের বক্তব্য নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিল চবি প্রশাসন

ববি ছাত্রদলের বিরুদ্ধে বৈছাআ সমন্বয়কসহ দুই শিক্ষার্থীকে নির্যাতন ও হত্যার হুমকি

বাংলাদেশ-চীন মৈত্রী হলের নকশা উপস্থাপন, শিগগিরই শুরু হবে কাজ