হোম > ফিচার > ক্যাম্পাস

ববিতে ৩৬ জুলাই বিজয় ভোজের বাজেট নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

প্রতিনিধি, ববি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিজয় দিবস ৩৬ জুলাই (৫ আগস্ট ২০২৫) উদযাপন উপলক্ষে আয়োজিত ‘বিজয় ভোজ’ নিয়ে শিক্ষার্থীদের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এবারের ভোজের জন্য জনপ্রতি মাত্র ১৫০ টাকা বাজেট নির্ধারণ করেছে, যার মধ্যে ১০০ টাকা দেবে বিশ্ববিদ্যালয় এবং বাকি ৫০ টাকা শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা হবে।

শিক্ষার্থীরা জানান, এই বাজেটে সম্মানজনক কোনো খাবার দেওয়া আদৌ সম্ভব নয়। বর্তমানে বাজারে একটি মানসম্পন্ন খাবারের (যেমন মোরগ পোলাও) দামই ১৬০-১৭০ টাকা। সেখানে মাত্র ১৫০ টাকায়, তাও কোমল পানীয় বাদে, উৎসবের খাবার কীভাবে দেওয়া সম্ভব—এই প্রশ্ন তুলেছেন অনেকে।

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আগে বিভিন্ন দিবসে হলে আয়োজিত বিশেষ ভোজের জন্য জনপ্রতি ২২০ থেকে ২৮০ টাকা পর্যন্ত বাজেট বরাদ্দ ছিল। সেখানে দ্বিতীয় বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে বাজেট কমিয়ে ১৫০ টাকা করাটা শিক্ষার্থীদের প্রতি অবজ্ঞার শামিল।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. শরিফ উল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৫০ টাকার বাজেট দিয়ে ‘বিজয় ভোজ’ আয়োজন শিক্ষার্থীদের অনুভূতির সঙ্গে তামাশা করার মতো। যেখানে প্রতিদিনের একটি সাধারণ খাবারেরই দাম তার চেয়ে বেশি, সেখানে উৎসবের দিনে এমন আয়োজন লজ্জাজনক।

এই আয়োজনের শিক্ষার্থী প্রতিনিধি মোশাররফ বলেন, আসলে এই টাকায় মানসম্মত খাবার দেওয়া সম্ভব না। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলব, যাতে একটা মানসম্মত খাবারের ব্যবস্থা করা যায়। আশা করি প্রশাসন একটা ব্যবস্থা নেবে।

আরেক প্রতিনিধি মাসুম বিল্লাহ বলেন, এটা মানানসই না। বাজেটটা একটু বাড়লে স্ট্যান্ডার্ড খাবার দেওয়া যাবে। ববি প্রক্টর ড. রাহাত ফয়সাল বলেন, শিক্ষার্থীদের থেকে একটি বক্তব্য এসেছে, আমরা আবারও আলোচনায় বসব।

ববি উপাচার্য ড. তৌফিক আলম বলেন, প্রশাসন থেকে ১০০ টাকা এবং শিক্ষার্থীরা দেবে ৫০ টাকা—এটা দিয়ে যা হবে, তা দিয়েই সবাই খাব। এর জন্য বিশ্ববিদ্যালয়ের আলাদা কোনো বাজেট থাকে না। যতটুকু আমরা পারব, ততটুকুই করব।

কুবি ভর্তিচ্ছুদের সহায়তায় ছাত্রদল-ছাত্রশিবিরের তথ্যসেবা

জবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ১৯ এপ্রিল

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ক্যাম্পেইন কুবি শাখা ছাত্রশিবিরের

শেরপুরে জামায়াত নেতাকে হত্যা, বিএনপিকে লাল কার্ড দেখালেন রাবির শিক্ষার্থীরা

‘বিএনপি ক্ষমতার মোহে অন্ধ হয়ে ত্রাসের রাজত্ব কায়েম করছে’

নিয়োগ আটকাতে বিভাগীয় সভাপতিকে অপহরণের অভিযোগ, উত্তপ্ত ইবি

চার মাসের কাজের ফিরিস্তি প্রকাশ করল জাকসু

রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

চবি সাংবাদিককে ‘পাহাড়ে নিয়ে মারার’ হুমকি ছাত্রদল নেতার

ছুরি ধরে সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাই, নেপথ্যে ছাত্রদল কর্মী