হোম > ফিচার > ক্যাম্পাস

ঢাবিতে ১৮তম ‘টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট’ উদযাপিত

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের আয়োজনে ১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) টিএসসি প্রাঙ্গণে এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. শরিফুল আলম খন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব।

ক্যারিয়ার ফেস্টের প্যানেল আলোচনায় অংশ নেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা (পিপিএম, বার), সিটিজেনস ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর হোসেন, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ হামিদ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ রাফিউজ্জামান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বোর্ডের পরিচালক ও আইএসসি চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল, ইউনিক হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন, সেন্টার ফর ট্যুরিজম স্টাডিজ ও পাটা বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি ও প্রেসিডিয়াম মেম্বার তৌফিক রহমান এবং ছুটি রিসোর্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “দেশে পর্যটন ও হসপিটালিটি সেক্টরের উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরি অত্যন্ত জরুরি। এই খাতে তরুণদের অংশগ্রহণ ভবিষ্যতের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।” তিনি টিএইচএম বিভাগের উদ্যোগকে প্রশংসা করে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা প্যানেল সেশন, মতবিনিময় ও ক্যারিয়ার সংক্রান্ত নানা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এসআর/

গাভির ওলান প্রদাহ রোগ নির্ণয় ও চিকিৎসা উদ্ভাবনে কর্মশালা

২৪ ঘণ্টার মধ্যে রেজিস্ট্রারের অপসারণ চায় রাকসু

নগদ-এ ক্যাডেট কলেজের ভর্তি আবেদন ফি চার্জ ফ্রি

ইবির আওয়ামীপন্থি দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপিত

ব্রাকসুর ভোট বানচালের নয়া কৌশল নিয়ে শঙ্কা

পোশাক নিয়ে রাবি প্রশাসনের বিজ্ঞপ্তি

১৩ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গাকৃবিতে ওরিয়েন্টেশন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ‘শান্তি চুক্তি’, আসেনি সিটি কলেজ

পিআর অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন, সা. সম্পাদক আবু সাদাত