গৌরব, ঐতিহ্য ও জ্ঞানচর্চার বাতিঘর ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার পালিত হলো। আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয় সাধনের লক্ষ্য ও উদ্দেশ্যে ১৯৭৯ সালের ২২ নভেম্বর প্রতিষ্ঠিত হয় এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই পরিবার এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (আইইউএএ)।
শনিবার গণমাধ্যমে পাঠানো শুভেচ্ছা বার্তায় সংগঠনটির আহ্বায়ক মুহাম্মদ নাজমুল হক সাঈদী এবং সদস্য সচিব মুহাম্মদ আব্দুল হাই বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ইবি উচ্চশিক্ষা বিস্তারে যে ভূমিকা রেখে চলেছে, তা অনস্বীকার্য। এই বিদ্যাপীঠ থেকে অর্জিত জ্ঞান ও মূল্যবোধকে পাথেয় করে আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ ও বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, যা আমাদের গর্বিত করে তোলে।
তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আমরা ইবি পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আশা করি, আগামী দিনগুলোতেও এই বিশ্ববিদ্যালয় জ্ঞান ও প্রজ্ঞার আলো ছড়িয়ে দিয়ে জাতির অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালন করবে।
এসআর