হোম > ফিচার > ক্যাম্পাস

কুবি ভর্তিচ্ছুদের সহায়তায় ছাত্রদল-ছাত্রশিবিরের তথ্যসেবা

প্রতিনিধি, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত শুক্রবার থেকে শুরু হয়েছে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় পাশাপাশি তথ্য ও সেবাকেন্দ্র স্থাপন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তথ্যসেবা কেন্দ্র স্থাপন করেছে শাখা ছাত্রশিবির ও ছাত্রদল।

শাখা ছাত্রশিবির সূত্রে জানা যায়, পরীক্ষার্থীদের সুবিধার্থে শহীদ ওসমান হাদি গার্ডিয়ান প্যাভিলিয়ন এবং শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিশ্রাম নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা পাচ্ছেন। এছাড়া পানির ব্যবস্থা, পরীক্ষাকেন্দ্রে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য বাইক সার্ভিস এবং বই, কলম, স্টিকারসহ বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করছে শিবির।

এর আগে ভর্তি পরীক্ষার্থীদের জন্য শিবিরের উদ্যোগে ফ্রি বাস সার্ভিস ‘আর রিহলাহ’ চালু করা হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী রাতভিত্তিক এসব বাস পদুয়ার বাজার ও রেলস্টেশন থেকে ক্যাম্পাসে চলাচল করছে। পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা কয়েক হাজার শিক্ষার্থীর জন্য শিবিরের মেসে আবাসন ও খাবারের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তারা।

অন্যদিকে শাখা ছাত্রদলও ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় নানা উদ্যোগ গ্রহণ করেছে। ছাত্রদল সূত্রে জানা যায়, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা, বসার স্থান, শিশুদের জন্য চকলেট বিতরণ, প্রাথমিক চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প এবং জরুরি প্রয়োজনে পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দিতে ‘সবার আগে বাংলাদেশ’ বাইক সার্ভিস ফ্রি চালু করা হয়েছে।

কুবি শাখা শিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, "ভর্তি পরীক্ষার্থীরা যাতে নিরাপদ, সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে তথ্যসেবা কেন্দ্র স্থাপন করেছি। এছাড়া কেউ যাতে পরীক্ষার সময় সংকটে না পড়ে, সে জন্য জরুরি ভিত্তিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে বাইক সার্ভিস চালু রয়েছে। পাশাপাশি দূরদূরান্ত থেকে আগত কয়েক হাজার শিক্ষার্থীর জন্য আমাদের মেসে আবাসন ও খাবারের ব্যবস্থাও করা হয়েছে, যাতে কেউ রাতে ভোগান্তিতে না পড়ে এবং সকালে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই ছাত্রশিবিরের মূল লক্ষ্য। আগামীতেও শিক্ষার্থীদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আমরা মানবিক ও দায়িত্বশীল কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “ভর্তি পরীক্ষা উপলক্ষে দূরদূরান্ত থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য। সে উদ্দেশ্যে আমরা পানির ব্যবস্থা, বসার স্থান, মেডিকেল ক্যাম্প এবং জরুরি প্রয়োজনে ফ্রি বাইক সার্ভিস চালু করেছি। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য ছাত্রদল সব সময় পাশে আছে “

উল্লেখ্য, গতকাল শুক্রবার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আজ শনিবার মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের অন্তর্ভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিন বেলা ৩টায় বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাবিতে বসেছে পাখিমেলা, প্রাণহীন দেহে প্রাণের উপস্থিতি

জবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ১৯ এপ্রিল

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ক্যাম্পেইন কুবি শাখা ছাত্রশিবিরের

শেরপুরে জামায়াত নেতাকে হত্যা, বিএনপিকে লাল কার্ড দেখালেন রাবির শিক্ষার্থীরা

‘বিএনপি ক্ষমতার মোহে অন্ধ হয়ে ত্রাসের রাজত্ব কায়েম করছে’

নিয়োগ আটকাতে বিভাগীয় সভাপতিকে অপহরণের অভিযোগ, উত্তপ্ত ইবি

চার মাসের কাজের ফিরিস্তি প্রকাশ করল জাকসু

রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

চবি সাংবাদিককে ‘পাহাড়ে নিয়ে মারার’ হুমকি ছাত্রদল নেতার

ছুরি ধরে সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাই, নেপথ্যে ছাত্রদল কর্মী