হোম > ফিচার > ক্যাম্পাস

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে জকসু নির্বাচনের ডোপ টেস্ট স্থগিত

প্রতিনিধি, জবি

ভূমিকম্প পরবর্তী অস্বাভাবিক পরিস্থিতির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫–এর প্রার্থীদের ডোপ টেস্ট কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন।

বুধবার (২৬ নভেম্বর) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান–এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্প পরবর্তী বিরাজমান পরিস্থিতি বিবেচনায় নির্বাচনী তফসিলের ক্রম–১১ অনুযায়ী আগামী ২৭ নভেম্বর ও ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রার্থীদের ডোপ টেস্টের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ডোপ টেস্টের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত ৫ নভেম্বর ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির সময় নির্ধারিত ছিল। একই তফসিল অনুযায়ী ২৭ ও ৩০ নভেম্বর ডোপ টেস্ট আয়োজনের সিদ্ধান্ত ছিল।

তফসিল অনুযায়ী আগামী ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর ৪, ৭ ও ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। প্রত্যাহারকৃত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর। এ ছাড়া ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ভোটগ্রহণের দিনই ভোট গণনা শেষ করে ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

এসআর

উত্তরায় ঢাবি শিক্ষার্থীদের জন্য বিকল্প আবাসনের সম্ভাব্যতা যাচাই

১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা

আন্দোলনরত পরীক্ষার্থীদের উপর পুলিশি হামলার নিন্দা জানালো ডাকসু ও ছাত্রদল

যবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ

টায়ার জ্বালিয়ে বাকৃবিতে রেললাইন অবরোধ

ছাত্রদল সমর্থিত জকসু প্রার্থীর প্রচারণায় জবির পরিবহন প্রশাসক

রাসুল (সা.)-এর শিক্ষাপদ্ধতি অনুসরণ করলে বর্তমান প্রজন্মও হবে শ্রেষ্ঠ

প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে আইইউবিএটি ও ওডুর মধ্যে সমঝোতা স্বারক

শেখ হাসিনা প্রসঙ্গে ছাত্রসমাজ কী ভাবছে

ছাত্রদল নেতা হামিমসহ দুইজনকে দেখতে গেলেন ঢাবি উপাচার্য