হোম > ফিচার > ক্যাম্পাস

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রশক্তির মশাল মিছিল

ঢাবি সংবাদদাতা

গণহত্যা, গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতারা অভিযোগ করেন, গত ১৬-১৭ বছরে দেশে “গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, রাষ্ট্রীয় নিপীড়ন ও রাজনৈতিক দমন-পীড়নের” জন্য আওয়ামী লীগ সরকার দায়ী। তারা দাবি করেন, এসব ঘটনার সঙ্গে শেখ হাসিনা সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত এবং এসব অপরাধের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল-মুদ্দাসিস চৌধুরী বলেন, আওয়ামী রাজনৈতিক ক্যাডাররা পুনরায় সহিংসতার প্রস্তুতি নিচ্ছে এবং কিছু মহল শেখ হাসিনার অপরাধকে “লঘু করে দেখানোর চেষ্টা” করছে। তিনি হুঁশিয়ারি দেন, এসবকে কোনোভাবেই ক্ষমা করা হবে না।

কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, গত ১৭ বছরে হাসিনার সব অপরাধকে বৈধতা দেওয়া হয়েছে। এখন যারা বিচার প্রক্রিয়ায় বাধা দিবে, তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে। তিনি পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড ও বিএনপি-জামায়াত-শিবিরের গুম-খুনের শিকার পরিবারগুলোর পক্ষ থেকেও ন্যায়বিচারের দাবিতে মাঠে নেমেছেন।

ছাত্রশক্তি নেতারা বিচার বিভাগের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, গত ১৬ বছরের সহিংসতার ইতিহাস ও নিহত পরিবারগুলোর কান্না মনে রেখে বিচার নিশ্চিত করতে হবে এবং কোনো অভ্যন্তরীণ বা বাহ্যিক শক্তির কাছে নতজানু হওয়া যাবে না।

এসআর

ঢাবিতে প্রথমবারের মতো ‘আদি নববর্ষ’ উদযাপন

জাবি শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীকে ‘জঙ্গি’ ট্যাগের অভিযোগ

বিইউএফটি’তে ন্যাশনাল টেক্সটাইল ম্যানেজমেন্ট ফেয়ার ২০২৫ অনুষ্ঠিত

দুই দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ, ছাত্রী হলে কেউ নেয়নি ফরম

ব্রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি শিক্ষার্থীদের

শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

ঢাকেবিতে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ

স্বতন্ত্র ভিপি পদে মনোনয়ন নিলেন জবি ছাত্রদল নেতা

যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকতে হবে: ফরহাদ

রাবিতে একই মঞ্চে ডাকসু, চাকসু ও রাকসুর ভিপিরা