জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক গবেষণা এবং জ্ঞান ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) যৌথভাবে সোমবার নতুন অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছে।
এই চুক্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগকে একটি জাতীয় উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা, যেখানে মানসম্পন্ন গবেষণা, নীতি বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ জনসংখ্যা বিষয়ক সমস্যার সমাধানের জন্য তথ্য উপস্থাপন করা হবে। এ প্রকল্পের মাধ্যমে জনমিতিগত লভ্যাংশ, প্রজনন প্রবণতা, জলবায়ু পরিবর্তন, লিঙ্গ সমতা, বাল্যবিবাহ এবং নগরায়ন বিষয়ক নীতি নির্ধারণে সহায়তা করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং।
এ সময় মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে তৈরি হওয়া গবেষণা ও তথ্য সরকারকে জনমিতিগত সুবিধা কাজে লাগাতে, বৈষম্য কমাতে এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর সমস্যা সমাধান করতে সহায়তা করবে।
ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, প্রকল্পটি ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগের সক্ষমতাকে আরো শক্তিশালী করবে।
এছাড়াও নিশ্চিত করবে যে বাংলাদেশের জনগোষ্ঠীর পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যায়, সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত হয়। তিনি আরো বলেন, এই প্রকল্প তরুণ গবেষকদের সক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক হবে এবং জাতীয় উন্নয়ন এজেন্ডা, ICPD কর্মসূচি এবং SDG-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।