হোম > ফিচার > ক্যাম্পাস

শাকসু নির্বাচন বন্ধে হাইকোর্টে রিট, শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে ২০ জানুয়ারি ভোটগ্রহণের দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও শিক্ষার্থীরা। শাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টে রিটের বিরুদ্ধে সোমবার বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ বিক্ষোভ করেন তারা।

জানা গেছে, আগামীকাল মঙ্গলবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু শাকসু নির্বাচন বন্ধে এরই মধ্যে হাইকোর্টে রিট করেছেন স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী মোমিনুর রশিদ শুভ। এই রিটের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গোলচত্বরে বেলা ১১টায় বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা।

‘২০ তারিখ শাকসু নির্বাচন দিতে হবে, শাকসু নিয়ে ষড়যন্ত্র মানি না মানব না, নির্বাচন বন্ধের ষড়যন্ত্র রুখে দেবে শিক্ষার্থীরা, আমরা সবাই সাস্টিয়ান, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার, বন্ধ করবে সাধ্য কার’সহ বিভিন্ন ধরনের স্লোগানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

শাকসু নির্বাচন বন্ধের রিট বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে সোমবারের কার্যতালিকার তিন নম্বর ক্রমিকে রয়েছে। এটি আজ শুনানি হওয়ার কথা রয়েছে।

এই রিটের বিষয়ে দুর্বার সাস্টিয়ান প্যানেলের জিএস পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম আমার দেশকে বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার। এই অধিকার আদায়ে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র শিক্ষার্থীরা মেনে নেবে না।’

হাইকোর্টে রিটের বিষয়ে জানতে স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী মোমিনুর রশিদ শুভর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধনের ডাক ছাত্রদলের

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে তা’মীরুল মিল্লাতে ‘স্ট্যান্ড ফর হাদি’

অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ১০ শিক্ষার্থী

বিএনপির ব্যানার খুলে ফেললেন রাকসু জিএস আম্মার

ছাত্রদলের শাকসু নির্বাচন বন্ধের দাবির প্রতিবাদে শাবিতে বিক্ষোভ

সময় বাড়ল শাকসু নির্বাচনি প্রচারের

শাকসু নির্বাচন: চলছে প্রার্থীদের শেষ দিনের প্রচারণা