হোম > ফিচার > ক্যাম্পাস

ডাকসুর উদ্যোগে তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু বৃহস্পতিবার

প্রতিনিধি, ঢাবি

মহান বিজয় দিবসকে সামনে রেখে তিন দিনব্যাপী বিশেষ নাট্যোৎসবের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আগামী ১১, ১২ ও ১৩ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে এই উৎসব।

বুধবার ডাকসুর সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডাকসু, ঢাকা মহানগর নাট্য সংসদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ সহযোগিতায় আয়োজিত এ উৎসবের শিরোনাম রাখা হয়েছে ‘বিজয় থেকে বিজয়ে- নাট্যোৎসব ২০২৫’।

মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, উৎসবে মুক্তিযুদ্ধভিত্তিক বেশ কয়েকটি প্রযোজনা মঞ্চস্থ করা হবে। বিশেষভাবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের অনুপ্রেরণাকে মিলিয়ে একটি বিশেষ নাটক উপস্থাপন করা হবে। এতে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং সাম্প্রতিক গণআন্দোলনের চেতনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

এবারের নাট্যোৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নাট্যদলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাইরের কয়েকটি স্বনামধন্য নাট্যদলও অংশ নেবে। প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিট থেকে তিনটি করে নাটক মঞ্চায়ন করা হবে। তবে শুক্রবার চারটি নাটক প্রদর্শিত হবে বলে জানান আয়োজকরা ।

ছাত্রদলের সংঘর্ষে আহত সাকিবুল মারা গেছেন

বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার নিন্দা জানিয়ে ঢাবিতে বিক্ষোভ

সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রদল নেতার মৃত্যু

মনোনয়ন জমার শেষ দিনে লাপাত্তা নির্বাচন কমিশন, হতাশ প্রার্থীরা

ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বেগম রোকেয়াকে ‘মুরতাদ-কাফির’ বললেন রাবি অধ্যাপক

রাবির অ্যাকাডেমিক ভবনের ছাদে আগুন

ব্রাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল ঘোষণা

ফের সাজিদ হত্যার বিচার চেয়ে ইবিতে মানববন্ধন

কুকসুর গঠনতন্ত্র অনুমোদনে ইউজিসির কালক্ষেপণ