হোম > ফিচার > ক্যাম্পাস

আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে জবিতে শিবিরের দোয়া মাহফিল

প্রতিনিধি, জবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।

মঙ্গলবার (৭ অক্টোবর)‘নিপীড়নবিরোধী দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত এ আয়োজনে আবরারের রুহের মাগফিরাত কামনা করা হয়।

শাখা শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ তার বক্তব্যে বলেন, “আবরার ফাহাদ তার সাহসী সংগ্রামের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা ও মুসলিম জাতীয়তাবাদ প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার আত্মত্যাগ আমাদের জন্য এক অমূল্য সম্পদ।”

তিনি আরো বলেন, আবরারের দেশপ্রেম ও সংগ্রামী মনোভাব আগামী প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা জোগাবে। আমরা যদি তার মত সাহসিকতা ও সততার পথে চলি, তবে জাতির সঠিক দিকনির্দেশনায় ভূমিকা রাখতে পারব, ইনশাআল্লাহ।”

শাখা সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, আবরার ফাহাদ ছিলেন দিল্লির আধিপত্যবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এক অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। তিনি জীবন দিয়ে দেখিয়ে গেছেন, অন্যায়ের প্রতিবাদ কেমন করে করতে হয়।

তিনি আরো বলেন, নিপীড়নবিরোধী দিবস সমাজের প্রতি একটি স্পষ্ট বার্তা—“যে কেউ যদি নতুন করে নিপীড়ক হয়ে উঠতে চায়, এই সমাজের মানুষ জীবন দিয়েও তাকে প্রতিহত করবে।

সবশেষে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম শেখ মো. সালাহ উদ্দিন দোয়া পরিচালনা করেন। তিনি আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, “আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন, তার পরিবারকে ধৈর্য ও জাতিকে সঠিক পথে চলার তাওফিক দান করেন।”

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে ফেসবুকে ভারতবিরোধী একটি স্ট্যাটাস দেওয়ায় বুয়েটের শেরেবাংলা হলে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয় আবরার ফাহাদকে। হত্যাকাণ্ডে ছাত্রলীগের একদল নেতাকর্মী জড়িত ছিল বলে তদন্তে জানা যায়। এই হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয় এবং ছাত্র রাজনীতিতে সহিংসতার প্রতীকী ঘটনায় পরিণত হয় আবরারের মৃত্যু।

এদিকে, গত ৫ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় ‘নিপীড়নবিরোধী দিবস’ ঘোষণা করে এবং তা যথাযথভাবে পালনের আহ্বান জানায়।

কুবি ভর্তিচ্ছুদের সহায়তায় ছাত্রদল-ছাত্রশিবিরের তথ্য সেবা

জবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ১৯ এপ্রিল

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ক্যাম্পেইন কুবি শাখা ছাত্রশিবিরের

শেরপুরে জামায়াত নেতাকে হত্যা, বিএনপিকে লাল কার্ড দেখালেন রাবির শিক্ষার্থীরা

‘বিএনপি ক্ষমতার মোহে অন্ধ হয়ে ত্রাসের রাজত্ব কায়েম করছে’

নিয়োগ আটকাতে বিভাগীয় সভাপতিকে অপহরণের অভিযোগ, উত্তপ্ত ইবি

চার মাসের কাজের ফিরিস্তি প্রকাশ করল জাকসু

রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

চবি সাংবাদিককে ‘পাহাড়ে নিয়ে মারার’ হুমকি ছাত্রদল নেতার

ছুরি ধরে সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাই, নেপথ্যে ছাত্রদল কর্মী