কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৪ হাজার। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির তথ্যমতে, বুধবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ইউনিটে এখন পর্যন্ত মোট ৯৪ হাজার শিক্ষার্থী ভর্তি আবেদন সম্পন্ন করেছেন। আবেদন প্রক্রিয়া আজ রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ।
বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য এই তিন ইউনিটে কোটা ব্যতীত মোট আসন রয়েছে ৮৯০টি, পাশাপাশি বিভিন্ন কোটায় অতিরিক্ত ১০৭টি আসন সংরক্ষিত রয়েছে। যার মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কোটা ৪৫ জন, টিআরকিউ- ১১ জন, এনআরকিউ- ৭ জন, শারীরিক প্রতিবন্ধী ৬ জন, পোষ্য ১৯ জন (প্রতি বিভাগে সর্বোচ্চ ১ জন), খেলোয়াড় কোটায় ১৯ জন (প্রতি বিভাগে সর্বোচ্চ ১ জন)।
ইউনিটভিত্তিক আবেদনে, বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ৩০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৪ হাজার ৮২৭ জন। মানবিক শাখার ‘বি’ ইউনিটে ৩৯০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৬ হাজার ৭০০ জন এবং বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটে ২০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ১২ হাজার ৪৭৩ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ৩০ জানুয়ারি সকাল ১১টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ৩১ জানুয়ারি সকাল ১১টায় ‘বি’ ইউনিটের পরীক্ষা এবং একই দিন বিকেল ৩টায় ‘সি’ ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হবে।
ভর্তি পরীক্ষা এক ঘন্টা সময়ের ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে গ্রহন করা হবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা হবে। ভর্তি পরীক্ষার পাশ নম্বর প্রত্যেক ইউনিটে সর্বনিম্ন ৩৩ নির্ধারন।
আবেদন প্রক্রিয়া শেষ হলে ভর্তি পরীক্ষার আসন বণ্টনসহ সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, কোনো আবেদনকারী কোনো বিষয়ে সংশোধন করতে চাইলে আগামী ১ থেকে ৫ জানুয়ারির মধ্যে অফিস খোলার সময় স্ব স্ব ইউনিট অফিসে যোগাযোগ করে সংশোধন করতে পারবে।