হোম > ফিচার > ক্যাম্পাস

ঢাবিতে ভিসির সঙ্গে মতবিনিময়, শিবির থাকায় বামপন্থীদের ওয়াকআউট

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে উপাচার্য ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মতবিনিময় সভায় ইসলামী ছাত্রশিবিরের অংশগ্রহণকে কেন্দ্র করে ওয়াকআউট করেছে তিন বামপন্থী সংগঠন। সংগঠনগুলো হলো- জাসদ ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (একাংশ) এবং ছাত্র ইউনিয়ন (একাংশ)।

রোববার বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ সভা শুরু হয়। সভা শুরু হওয়ার কিছুক্ষণ পরই বামপন্থী সংগঠনগুলোর একাংশের নেতারা বৈঠক বর্জন করেন।

ওয়াকআউট করা নেতাদের মধ্যে ছিলেন- ছাত্র ইউনিয়ন (একাংশ) কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহিন শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (একাংশ) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হানউদ্দিন, এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল সভাপতি গৌতম শীল ও কার্যকরী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

সভা কক্ষ ত্যাগের পর ছাত্র ইউনিয়নের সভাপতি (একাংশ) মাহিন শাহরিয়ার রেজা বলেন, “গণহত্যাকারী একটি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম পরিচালনার অধিকার রাখে না। অথচ তাদের বারবার আমন্ত্রণ জানানো হচ্ছে- এটি আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করছি। প্রশাসনের কাছে আমরা এর সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করছি।”

এর আগে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “সমঅধিকারের ভিত্তিতে ডাকসুকে সামনে রেখে ছাত্রসংগঠনগুলো হল পর্যায়ে এবং ডাকসু কেন্দ্রীয় কার্যালয়ে কার্যক্রম চালু রাখতে পারে- এজন্য সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রয়োজন। নাহলে ডাকসু অসম্পূর্ণ থেকে যাবে এবং কার্যকর করা সম্ভব হবে না। এ বিষয়ে সবার সহযোগিতা জরুরি।”

গাকৃবিতে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি আয়োজন

চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি

জাতীয় পলিটেকনিক বিতর্ক উৎসবে উখিয়ার ফাহিম দেশসেরা

পাকিস্তানের পতাকা আঁকাকে কেন্দ্র করে রাতভর উত্তাল জবি ক্যাম্পাস

চবিতে যুবদল নেতার স্লোগান ‘শিবির ধর, জবাই কর’

শিক্ষার্থীদের অবরোধে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য-কোষাধ্যক্ষ

চবি উপ-উপাচার্যের বক্তব্য নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিল চবি প্রশাসন

ববি ছাত্রদলের বিরুদ্ধে বৈছাআ সমন্বয়কসহ দুই শিক্ষার্থীকে নির্যাতন ও হত্যার হুমকি

বাংলাদেশ-চীন মৈত্রী হলের নকশা উপস্থাপন, শিগগিরই শুরু হবে কাজ